বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,ঐশ্বর্য রাই বচ্চন,প্রিয়াঙ্কা চোপড়া,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Priyanka Chopra,Aishwarya Rai Bachchan

Moumita

‘প্রতিভা থাকলে গডফাদার লাগে না’, নিজের দমে বলিউডে কেরিয়ার গড়েছেন এই ৭ তারকা

বলিউড আর স্বজনপোষন যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। ট্যালেন্ট না থাকা সত্ত্বেও শুধুমাত্র কিছু গড ফাদারের জন্য বহু স্টার কিড বলিউডে কব্জা করে বসে আছে। তবে এমনও বহু তারকা আছেন যারা ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেও শুধুমাত্র নিজের ট্যালেন্টের জোরে সিনে ইন্ডাস্ট্রিতে পরিচিতি তৈরি করেছে। আজ এমনই কিছু তারকার সাথে পরিচয় করাবো আজকের এই প্রতিবেদনে।

   

১. শাহরুখ খান : মাত্র ১৫ বছর বয়সে তার বাবা ক্যান্সারে মারা যায়। এরপর থিয়েটার থেকে শুরু করে ভলেন্টিয়ারের কাজ সবকিছুই করেছেন তিনি।‌ ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির হাত ধরে বি টাউনে পা রাখেন শাহরুখ। যার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন। আজকে তার পরিচিতি নিয়ে নতুন করে বলার কিছুই নেই।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,ঐশ্বর্য রাই বচ্চন,প্রিয়াঙ্কা চোপড়া,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Priyanka Chopra,Aishwarya Rai Bachchan

২. দীপিকা পাড়ুকোন : বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে, তিনি শাহরুখ খানের বিপরীতে ফারাহ খানের ওম শান্তি ওম দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তবে এর আগে মডেলিং, মিউজিক ভিডিওসহ অনেক আঞ্চলিক ছবিতে কাজ করেছেন তিনি। দীপিকা পিকু, তামাশা, বাজিরাও মাস্তানি, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-এর মতো দূর্দান্ত সব ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,ঐশ্বর্য রাই বচ্চন,প্রিয়াঙ্কা চোপড়া,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Priyanka Chopra,Aishwarya Rai Bachchan

৩. কঙ্গনা রানাউত : চারটি জাতীয় পুরস্কারের অধিকারিণী কঙ্গনা রানাওয়াতকে কে না চেনে। কন্ট্রোভার্সি কুইন নামেও বিশেষ পরিচিত তিনি। কেরিয়ারে হাজার চড়াই উৎরাই থাকলেও কখনো হাল ছাড়েননি তিনি। তনু ওয়েডস মনু রিটার্নস, ফ্যাশন, কুইন, মণিকর্ণিকা-এর মতো ছবিতে তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন কঙ্গনা।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,ঐশ্বর্য রাই বচ্চন,প্রিয়াঙ্কা চোপড়া,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Priyanka Chopra,Aishwarya Rai Bachchan

৪. অনুষ্কা শর্মা : অনুষ্কা শর্মা এমন একজন অভিনেত্রী যার বলিউডের সঙ্গে কোনো কানেকশনই নেই। তার বাবা একজন আর্মি অফিসার। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রব নে বানা দি জোড়ি’ দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,ঐশ্বর্য রাই বচ্চন,প্রিয়াঙ্কা চোপড়া,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Priyanka Chopra,Aishwarya Rai Bachchan

৫. কার্তিক আরিয়ান : বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের বাবা-মা দুজনেই ডাক্তার। তার বাবা মনীশ তিওয়ারি একজন শিশু বিশেষজ্ঞ এবং তার মা ডাঃ মালা তিওয়ারি একজন গাইনোকোলজিস্ট। তিনি ডিওয়াই কলেজ অফ ইঞ্জিনিয়ারিং নাভি মুম্বাই থেকে বায়োটেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেছেন। এইমুহুর্তে বলিউডের সবচেয়ে পপুলার তারকাদের মধ্যে একজন তিনি।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,ঐশ্বর্য রাই বচ্চন,প্রিয়াঙ্কা চোপড়া,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Priyanka Chopra,Aishwarya Rai Bachchan

৬. প্রিয়াঙ্কা চোপড়া : এই মুহূর্তে তিনি একজন গ্লোবাল আইকন। মাত্র ১৭ বছর বয়সে মিস ওয়ার্ল্ড খেতাব জিতে নিয়েছিলেন তিনি‌। বলিউড জেতার পর হলিউডেও জমিয়ে কাজ করছেন পিগি চপস।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,ঐশ্বর্য রাই বচ্চন,প্রিয়াঙ্কা চোপড়া,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,Priyanka Chopra,Aishwarya Rai Bachchan

৭. ঐশ্বরিয়া রাই : এই সুন্দরীর কথা তো না বললেই নয়। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। হাম দিল দে চুকে সনম, দেবদাস, গুরু এবং ধুম 2 এর মতো ছবিতে কাজ করেছেন তাষি। এছাড়াও, তিনি পিঙ্ক প্যান্থার এবং মিস্ট্রেস অফ স্পাইসের মতো অনেক হলিউড ছবিতেও দেখা গিয়েছে তাকে।