Arijit

আজ শততম টেস্ট খেলতে নামছে কোহলি, তার আগে দিলেন আবেগঘন বার্তা

আর এক ঘন্টার অপেক্ষা তারপরই মোহালি ক্রিকেট স্টেডিয়ামে নিজের শততম টেস্ট খেলতে নামছে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। আর এই টেস্ট ম্যাচ খেলতে নেমেই ভারতের হয়ে শততম টেস্ট ম্যাচে নামছে বিরাট কোহলি।

   

বিরাট কোহলির শততম টেস্ট ঘিরে উন্মাদনার পারদ চড়ছে ভারতীয় ক্রিকেট মহলে। সমর্থকদের পাশাপাশি বিরাট কোহলিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। বিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকার, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়, ভারতীয় দলের প্রাপ্তন হেডকোচ রবি শাস্ত্রী থেকে শুরু করে বীরেন্দ্র শেওয়াগ, হরভজন সিং এছাড়া বেশ কিছু ক্রিকেটার।

নিজের শততম টেস্ট খেলতে নামার আগে বিশেষ বার্তা দিলেন বিরাট কোহলি। নিজের টুইটারে কোহলি লিখেছেন, ‘এই সুন্দর যাত্রার জন্যে আমি আপ্লুত। একটা বড় দিন এবং আমার কাছে একটা বিশেষ টেস্ট ম্যাচ। শুরু হওয়ার জন্য তর সইছে না।’