পার্থ মান্নাঃ বৃহস্পতিবার মানেই সাপ্তাহিক টার্গেট রেটিং তালিকা প্রকাশ্যে আসার দিন। তাই সকাল থেকেই দুরু দুরু বুকে অপেক্ষায় থাকেন দর্শকেরা। এই টিআরপি তালিকাই যে মেগা সিরিয়ালের ভবিষ্যৎ নির্ধারণ করে। সেরা দশের তালিকায় থাকলে ভালো। নাহলেই সিরিয়াল শেষ হতে খুব একটা দেরি লাগে না। তাছাড়া কে হল বেঙ্গল টপার সেটা জানার আগ্রহও থাকে চরমে।
প্রকাশ্যে বাংলা সিরিয়ালের সাপ্তাহিক TRP
ইতিমধ্যেই এসপ্তাহের টিআরপি তালিকা সামনে এসেছে। যেখানে শুরুতেই লক্ষ্য করা যাচ্ছে প্রথম পাঁচে জি বাংলার মেগাগুলিই বেশি। ৭.৭ টিআরপি সহ এসপ্তাহে বেঙ্গল টপার হয়েছে ফুলকি। এর ঠিক পরেই রয়েছে জগদ্ধাত্রী, পেয়েছে ৭.০ পয়েন্ট। আর তৃতীয় স্থানে রয়েছে ষ্টার জলসার গীতা LLB। ধারাবাহিকে শ্বশুরের বিপরীতেই কেস লড়তে দেখা যাচ্ছে গীতাকে।
এদিকে নিম ফুলের মধুও কোন অংশে কম যাচ্ছে না। পুঁটিকে উদ্ধার করতে ছদ্মবেশে ডাকাতদের মাঝে হাজির সৃজন-পর্ণা। টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে ৬.৬ পয়েন্ট সহ চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু। অবশ্য একইসাথে রয়েছে জলসার আরেক মেগা সিরিয়াল কথা। তাহলে সেরা দশের বাকিরা কারা? চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা।
সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)
ফুলকি – ৭.৭
জগদ্ধাত্রী – ৭.০
গীতা LLB – ৬.৭
নিম ফুলের মধু, কথা – ৬.৬
কোন গোপনে মন ভেসেছে – ৬.৪
রোশনাই, আনন্দী – ৫.৮
শুভ বিবাহ – ৫.৭
রাঙামতি তীরন্দাজ – ৫.৩
তেঁতুলপাতা, অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – ৫.২
ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.১
সেরা দশের তালিকায় না থাকলেও এসপ্তাহেই শুরু হয়েছে পরিণীতা। নিম ফুলের মধুর স্লটে দেখা যাবে উদয় প্রতাপ সিং ও ঐশানির জুটিকে। এছাড়া শীঘ্রই শুরু হতে চলেছে আদৃত রায় ও পারিজাত চৌধুরীর ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’।
সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শো দেখতেও বেশ পছন্দ করেন বাঙালি দর্শকেরা। এসপ্তাহের টিআরপি অনুযায়ী ‘দিদি নং ১’ এর সানডে ধামাকা পর্ব পেয়েছে ৩.৭ পয়েন্ট। অন্যদিকে সারেগামাপা পেয়েছে ৪.৪ পয়েন্ট।