দেখতে দেখতে মহালয়া পেরিয়ে দুর্গাপুজোর শুরু হয়ে গেল। বাংলার প্রতিটি কোণায় প্রতিটি ঘরেই এখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে। শহর থেকে গ্রামবাংলা, সর্বত্রই পুজোর সাজ-সজ্জার ব্যস্ততা চলছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক দুর্গাপুজো উদ্বোধনে মগ্ন। তবে পুজোর এই আনন্দের মাঝে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বিশেষ সুখবর একটানা ১৬ দিনের ছুটি! হ্যাঁ ঠিকই দেখছেন টানা ১৬ দিনের ছুটি ঘোষণা হল রাজ্য সরকারের কর্মীদের জন্য।
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উৎসবের বিশেষ ছুটি
গতকাল শুক্রবার অফিস শেষে, রাজ্যের সরকারি কর্মচারীদের টানা ১৬ দিনের ছুটি শুরু হচ্ছে। আজ অর্থাৎ শনিবার থেকে ছুটি শুরু। রবিবারের নিয়মিত ছুটির পর, সোমবার থেকে পুজোর ছুটি পুরোদমে শুরু হবে। এই ছুটি চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে ১৩ অক্টোবর পড়ছে বিজয়া দশমী, এরপর আরও দুদিন ছুটি থাকবে। এছাড়াও, ১৬ থেকে ১৮ অক্টোবর তিনদিন লক্ষ্মীপুজোর জন্য ছুটি থাকবে।
এই লম্বা ছুটির সময়টায় সরকারি কর্মচারীরা পরিবার নিয়ে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন। অনেকে আবার পুজোর সময় পরিবারসহ দূরে বেড়াতে যাওয়ার প্লানিংও সেরে ফেলেছেন। তবে পুলিশ, দমকল, হাসপাতালসহ জরুরি পরিষেবা সংস্থার কর্মীদের এই সময়ে ছুটি কমই থাকে, তাই এই ক্ষেত্রে যারা কর্মরত তাদের কাজ চালিয়ে যেতে হবে পুরোদমে।
নবান্নের ছুটি
নবান্নের কাজকর্মও এই ছুটির মধ্যে প্রায় বন্ধই থাকবে বলা যেতে পারে। তবে মুখ্যসচিব সহ কিছু উচ্চপদস্থ আমলা প্রয়োজনীয় কাজের জন্য কিছুদিন অফিসে আসতে পারেন। যদিও সেসব কাজও খুব সীমিত থাকবে। তাই কয়েকদিন পর থেকে তারাও ছুটিতে চলে যাবেন। তবে ১৬ দিনেই শেষ নয়, সরকারি কর্মচারীদের পরবর্তী ছুটি আসবে ৩১ অক্টোবর, কালীপুজোর জন্য। তাই অক্টোবর মাস যে ছুটিতে ভরপুর সেটা বলা যেতেই পারে।