WB Stations

anita

WB Stations: পুরো বদলে যাবে বাংলার এই ১৭টি স্টেশনের লুক! কেমন দেখতে হবে দেখুন ছবি?

নিউজ শর্ট ডেস্ক: ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের (Amrit Bharat Scheme) দ্বিতীয় দফায় পূর্ব রেলওয়ের (Eastern Railways) ২৮টি স্টেশনকে নতুন  রূপে সাজিয়ে তোলা হবে। সেগুলির মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১৭টি স্টেশন আছে। আসুন দেখে নেওয়া যাক ভোল বদলে যাওয়ার পর  বাংলার এই ১৭টি স্টেশন কেমন দেখতে হবে।

   

পানাগড় স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এটি। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় পানাগড় স্টেশনকে ঢেলে সাজানোর জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

ধুলিয়ান গঙ্গা স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গা স্টেশনও রয়েছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে এই স্টেশনকে সাজানোর জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: শাহজাহান কোন হিন্দু রাজার জমিতে তাজমহল নির্মাণ করেছিলেন? উত্তর চমকে দেবে

জঙ্গিপুর রোড স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের মালদা ডিভিশনের  আওত্তায় এই স্টেশনের ভোল বদলানোর জন্য মোট ১০ কোটি টাকা খরচ করা হবে। সংস্কারের কাজ শেষ হলেই পাল্টে যাবে জঙ্গিপুর রোড স্টেশনের রূপ।

বালি স্টেশন:

কলকাতা ও শহরতলির লোকাল ট্রেন পরিষেবার ক্ষেত্রে বালি স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। পূর্ব রেলের আওতাধীন হাওড়া ডিভিশনের অধীনে পড়ে বালি হল্ট স্টেশন। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় নয়া রূপে সাজিয়ে তোলার জন্য ২৭.২৬ কোটি টাকা বরাদ্দা করা হয়েছে বলে ভারতীয় রেলের তরফ জানানো হয়েছে।

ব্যান্ডেল স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পূর্ব রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হল ব্যান্ডেল। সেই স্টেশনের উপর দিয়ে হাওড়া- বর্ধমান, হাওড়া-কাটোয়ার মতো লাইনের লোকাল ট্রেন যাতায়াত করে। নৈহাটির মতো ট্রেনও যায়। তাছাড়া একাধিক এক্সপ্রেস ট্রেনও যায়। সেই পরিস্থিতিতে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় ব্যান্ডেল স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে। বরাদ্দ করা হয়েছে ৩০৭ কোটি টাকা। (ছবি সৌজন্যে Indian Railways)

চন্দননগর স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

হাওড়া-বর্ধমান মেন লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় চন্দননগর স্টেশনের জন্য ১৮.৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

খাগড়াঘাট স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই প্রকল্পের আওতায় একেবারে ভোল পাল্টে যায়  খাগড়াঘাট স্টেশনের। এই স্টেশনটি আগে  মুর্শিদাবাদ জেলায় অবস্থিত হলেও এখন এটি আর হাওড়া ডিভিশনের আওতায় পড়ে। এই স্টেশনটিকে সাজাতে বরাদ্দ করা হয়েছে মোট ১০.১৮ কোটি টাকা।

ডানকুনি জংশন স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় ডানকুনি জংশন স্টেশন পেয়েছে ১৫.০৬ কোটি টাকা। যা হাওড়া ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। সেখান দিয়ে হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস এবং শিয়ালদা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস যায়।

সোনারপুর স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এটি শিয়ালদা দক্ষিণ শাখার একটি গুরুত্বপূর্ণ জংশন। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় সোনারপুর স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ৮.১ কোটি টাকা।

সাঁইথিয়া স্টেশন: হাওড়া ডিভিশনের সাঁইথিয়া স্টেশনটিও এই ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় সাজিয়ে তোলা হচ্ছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এই স্টেশন সাজাতে মোট  ৭.৩ কোটি বরাদ্দ করা হয়েছে।

বনগাঁ স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ভারতীয় রেলের এই প্রকল্পের আওত্তায় ভোল বদলে যাবে শিয়ালদা ডিভিশনের বনগাঁ স্টেশনের। এই স্ট্রেশনকে ঝাঁ চকচকে করে তোলার জন্য প্রায় ৩০ কোটি টাকা খরচ করা হবে। তৈরী হবে এসি ওয়েটিং রুমও।

বারাসত স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বদলে যাবে বনগাঁ লাইনের আরও একটি জনবহুল স্টেশন বারাসাত। খুব তাড়াতাড়ি খোলনলচে পাল্টে যাচ্ছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের এই  স্টেশনের। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের অধীনে বারাসত স্টেশন পড়ে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় এই স্টেশনের জন্য ২৮.৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

দমদম জংশন স্টেশন

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

শিয়ালদা থেকে যে কোনো লাইনের ট্রেন ধরার পর তা কিন্তু আলাদা হয়ে যায় এই দমদম জংশন স্টেশন থেকেই। মেন লাইন হোক, বনগাঁ লাইন হোক বা ডানকুনি লাইন হোক- দমদম জংশন ছাড়া সব লাইনই অম্পূর্ণ। আর এই দমদম স্টেশনকেই ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় সাজিয়ে তোলার জন্য ৭.৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: আজ থেকেই এদের অ্যাকাউন্টে হু হু করে ঢুকবে টাকা! জানুন কারা পাবেন?

গেদে স্টেশন:

শিয়ালদা ডিভিশনের গুরুত্বপূর্ণ একটি স্টেশন গেদে । ভারতীয় রেলের এই প্রকল্পের আওতায় গেদে স্টেশনকে সাজিয়ে তুলতে  ১৮.০৫ কোটি টাকা খরচ করা হবে।

কল্যাণী স্টেশন:

শিয়ালদা ডিভিশনের মেন লাইনের এমনই একটি স্টেশন হল কল্যাণী স্টেশন। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় এই স্টেশনের সংস্কারের জন্য ৭.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

মধ্যমগ্রাম স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই প্রকল্পের আওতায় রয়েছে  শিয়ালদা-বনগাঁ লাইনের মধ্যমগ্রাম স্টেশন-ও। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে এই স্টেশনকে  নতুনভাবে সাজিয়ে তোলার জন্য মোট  ১৩.২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

নৈহাটি স্টেশন:

অমৃত ভারত প্রকল্প,Amrit Bharat Scheme,পূর্ব রেল,Eastern Railways,১৭টি রেল স্টেশন,17 Rail Staion,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

শিয়ালদা ডিভিশনের  নৈহাটি স্টেশনেরও নাম রয়েছে এই ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়।  ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এই স্টেশনকে সাজিয়ে তোলার জন্য ৭.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।