Government

Papiya Paul

Government: ১০০০ বা ২০০০ নয়, এবার মাসে মাসে ৫০০০ টাকা করে দেবে সরকার!

নিউজশর্ট ডেস্কঃ এবার মাসে মাসে ৫০০০ টাকা করে দেবে সরকার! নিশ্চয়ই কথাটা শুনে চমকে উঠেছেন। আসলে এটি চমকে যাওয়ার মতই কথা। যদিও এই কথা একেবারেই সত্যি। তবে এটি রাজ্য সরকারের কোন প্রকল্প নয়। প্রতিমাসে ৫ হাজার টাকা করে পাওয়ার এই বিশেষ প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার(Central Government)। আজকের এই প্রতিবেদনে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

   

আপনার ৬০ বছর বয়স হলেই প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পেতে পারেন। যারা কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন না। মুদিখানা দোকান চালিয়ে কৃষিকাজ করে বা কোন ছোট কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাদের জন্য কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনা প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনে ৬০ বছর বয়স হলেই আপনি ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।

সমাজের দরিদ্র ছোট ব্যবসায়ী, শিল্পী, শ্রমিক এদের কথা মাথায় রেখে ২০১৫ সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। অটল পেনশন যোজনার মাধ্যমে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে এক হাজার থেকে ৫ হাজার টাকা পেনশন পেতে পারেন। এমন দুর্দান্ত সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ফলে অবসরের পর জীবনের আর্থিক সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। তবে এই প্রকল্প থেকে টাকা পেতে গেলে কিছু শর্ত এবং নিয়ম মেনে চলতে হবে।

Government

আরও পড়ুন: Government Schemes: লাগবে না কোনো গ্যারান্টি, মিলবে ৫০ হাজার টাকা লোন! বড় সিদ্ধান্ত সরকারের

কিভাবে পাবেন এই প্রকল্পের টাকা?
১) এই অটল পেনশন যোজনার জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিক হতে হবে।
২) এরপর প্রত্যেক মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে।
৩) এক্ষেত্রে বয়স যত কম হবে তত তাড়াতাড়ি অর্থ বিনিয়োগ করবেন। তাহলে আপনার পরিমাণ কম হবে আর বয়স যত বাড়বে প্রিমিয়াম তত বাড়বে।

Government

এক্ষেত্রে ধরুন ৩৫ বছর বয়সে আপনি এই অটল পেনশন যোজনাতে নিজের নাম নথিভুক্ত করেছেন। সেক্ষেত্রে পরবর্তী ২৫ বছর অর্থাৎ নিজের ৬০ বছর বয়স পর্যন্ত প্রত্যেক ৬ মাস অন্তর যদি ৫৩২০ টাকা করে বিনিয়োগ করেন। তাহলে ৬০ বছর বয়সের পর থেকে প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে সরকারের এই যোজনা থেকে পেনশন পাবেন। আর আপনি যদি ১৮ বছর বয়সে এই প্রকল্পে নাম লেখান তাহলে প্রত্যেক ৬ মাস অন্তর মাত্র ১২৩৯ টাকা করে জমা করলে ৫ হাজার টাকা করে পেনশন ৬০ বছরের পরে পাবেন।