পার্থ মান্নাঃ বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই বাংলা সিরিয়াল। কিন্তু বিগত কয়েক মাস খুব একটা ভালো সময় যাচ্ছে না ধারাবাহিকগুলোর জন্য। একাধিক নতুন মেগা চালু হলেও কয়েক মাসের ব্যবধানেই শেষ হয়ে যাচ্ছে। যার কারণ হিসাবে উঠে আসছে কম টিআরপি বা জনপ্রিয়তা তুলতে ব্যর্থ হওয়া। তাই প্রতি সপ্তাহের বৃহস্পতিবার টার্গেট রেটিং পয়েন্ট তালিকার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন সকলেই।
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এসপ্তাহের টিআরপি তালিকা। যেখানে কমবেশি সকলেরই নাম্বার কম। কারণ একদিকে উৎসবের মরশুম তার উপর আরজি করে ঘটনার জেরে কিছুটা হলেও প্রভাব পড়েছে টিআরপির উপর। তাহলে কে হল এসপ্তাহের বেঙ্গল টপার? উত্তরে একটা নয় বরং রয়েছে দুটি নাম। জি বাংলার ফুলকি ও ষ্টার জলসার কথা দুজনেই ৬.৬ পয়েন্ট পেয়ে বাংলার সেরা সিরিয়ালের খেতাব জিতে নিয়েছে।
দ্বিতীয় স্থানে রিয়েছে সৃজন-পর্ণা জুটি, ৬.৩ পয়েন্ট সহ দ্বিতীয় হয়েছে নিম ফুলের মধু। বর্তমানে গল্পে পিকলু ও বর্ষার বিয়ে নিয়ে টানটান উত্তেজনার পর্ব চলছে। এরপর তৃতীয় স্থানে রয়েছে সকলের প্রিয় গীতা LLB। একদিকে শ্বশুরের বিরুদ্ধে গিয়ে কেস লড়া ও অন্যদিকে বাড়ির বৌ হিসাবে মেহেকের বিয়ের দায়িত্ব পালন দুটোই দিব্যি সামলাচ্ছে গীতা। আর এই ধামাকা পর্বের জেরেই এবার ৬.২ পয়েন্ট সহ দ্বিতীয় হয়েছে গীতা LLB। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের তালিকায় নাম রইল কাদের।
সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)
ফুলকি, কথা – ৬.৬
নিম ফুলের মধু – ৬.৩
গীতা LLB – ৬.২
জগদ্ধাত্রী – ৬.১
উড়ান – ৬.০
কোন গোপনে মন ভেসেছে, রোশনাই – ৫.৭
শুভ বিবাহ – ৫.৫
রাঙ্গামতি তীরন্দাজ, অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – ৫.২
আনন্দী – ৫.০
ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৪.৯
টিআরপি তালিকা দেখলেই বোঝা যাচ্ছে নতুন সেরিয়ালেরা জায়গা দখল করতে শুরু করে দিয়েছে। রাঙ্গামতি তীরন্দাজ থেকে আনন্দী ইতিমধ্যেই সেরা দশের তালিকায় ঢুকে গিয়েছে। এখন অপেক্ষা নতুনদের সেরা পাঁচে আসার। তবে আরেকটি মেগা দুই শালিক তুলনামূলতভাবে পিছিয়ে রয়েছে। এসপ্তাহে দুই শালিকের টিআরপি ৩.১।