নিউজশর্ট ডেস্কঃ বৃহস্পতিবার মানেই দর্শকদের হার্টবিট বেড়ে যায়। কেন? কারণ এই দিনেই যে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা (Bengali Serial TRP List) প্রকাশ্যে আসে। টার্গেট রেটিং পয়েন্টের এই চার্টার উপরেই নির্ভর করে ধারাবাহিকের ভবিষ্যৎ। তাছাড়া বেঙ্গল টপার (Bengal Topper) কে হল সেটা জানারও আগ্রহ থাকে। গত সপ্তাহে বাজিমাত করেছিল ‘ফুলকি’ (Phulki)। এবারেও কি সেটা হল নাকি সেরার মুকুট ছিনিয়ে নিল অন্য কেউ?
সপ্রতি প্রকাশ্যে আসা টিআরপি তালিকায় দেখা যাচ্ছে আবারও নিজের সিংহাসন দখলে রাখল ফুলকি। হ্যাঁ টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে এবারেও ৭.২ পয়েন্ট সহ বেঙ্গল টপার হয়েছে রোহিত-ফুলকি জুটি। এর ঠিক পরেই আছে সকলের প্রিয় পর্ণা। শেষ পর্বে দেখা গিয়েছে নিজে গাড়ির চালানোর কথাই বেমালুম অস্বীকার করেছে আহির। এবার কিভাবে তাকে দোষী প্রমাণ করবে সেটাই দেখার। তবে সে যাই হোক না কেন, সিরিয়াল কিন্তু হিট। কারণ ৭.১ পয়েন্ট সহ ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) আছে দ্বিতীয় স্থানে।
এরপর তৃতীয় স্ট্যানে আছে শ্বেতা-রণজয় এর ‘কোন গোপনে মন ভেসেছে’। এসপ্তাহে ৬.৫ পেয়েন্ট পেয়েছে ধারাবাহিকটি। অন্যদিকে জগদ্ধাত্রীকে টেক্কা দিয়েছে সোনামণি সাহা ও হানি বাফনার নতুন মেগা ‘শুভ বিবাহ’। ৬.৪ পয়েন্ট সহ চতুর্থ স্থান দখল করেছে এই ধারাবাহিক। অবশ্য খুব একটা পিছিয়ে নেই জ্যাস। ৬.২ পয়েন্ট পেয়ে পঞ্চমস্থানেই দেখা যাচ্ছে জগদ্ধাত্রী সিরিয়ালটিকে।
বিগত কয়েক সপ্তাহে জগদ্ধাত্রী সিরিয়ালের টিআরপি বেশ কিছুটা কমেছে। এরপরেই নেটপাড়ায় গুজব রটে যে ধারাবাহিকটি নাকি শেষ হতে চলেছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং জ্যাস অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। তিনি জানান, শেষ হওয়ার কোনো প্রশ্নই নেই, বরং আগামি পর্বগুলোতে একেরপর এক চমক দেখা যাবে। তাই একটাও পর্ব মিস করা যাবে না। চলুন এবার দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা দশটি সিরিয়াল ও তাদের টিআরপি পয়েন্ট।
আরও পড়ুনঃ TRP কমতেই শুরু শেষের জল্পনা! এবার মুখ খুললেন খোদ ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী অঙ্কিতা
সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)
ফুলকি – ৭.২
নিম ফুলের মধু – ৭.১
কোন গোপনে মন ভেসেছে – ৬.৫
শুভ বিবাহ – ৬.৪
জগদ্ধাত্রী – ৬.২
রোশনাই – ৬.১
উড়ান, কথা – ৬.০
অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল (৪৫ মিনিট) – ৫.৭
মিঠিঝোরা (৪৫ মিনিট) – ৪.৯
বঁধুয়া – ৪.৮
অর্থাৎ বোঝাই যাচ্ছে টিআরপি তালিকে যে কোনো সপ্তাহেই বদলে যেতে পারে। মিঠিঝোরাতে এতদিনে বিয়ে মিটেছে রাই-অনির্বানের। দর্শকদের অনেকেই আশা করেছিল টিআরপি বাড়বে কিন্তু তেমনটা হয়নি। অন্যদিকে শুভ বিবাহ বেশ ভালো পারফর্ম করেছে। আগামী দিনে কি হয় সেটাই এখন দেখার বিষয়।