নিউজ শর্ট ডেস্ক: আজকের এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে অত্যন্ত পরিচিত নাম AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। যা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে স্মার্ট ফোনের জগতেও। অনেক নামি দামি কোম্পানিও AI-কে স্থান দিয়েছে মোবাইলে। আর এবার এই AI ফিচার দিয়েই একটি দুর্দান্ত ফোন এনে তাক লাগিয়ে দিল মোটোরোলা।
এবার ভারতীয় গ্রাহকদের জন্য এই কোম্পানি আনলো Moto Edge 50 Pro 5G স্মার্টফোন। এই ফোনটির ফিচার শুনলেই মাথা ঘুরে যাবে মোবাইল প্রেমীদের। কারণ এই মোবাইলে রয়েছে AI Pro গ্রেড ক্যামেরা সেন্সর। এই ফোনটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে, যা ১.৫k রেজোলিউশন এবং ১৪৪ Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
এই ফোনে AI ক্যামেরা ফিচার পাওয়া যাবে। যেমন AI অ্যাডাপটিভ স্ট্যাবিলাইজেশন, অটো ফোকাস ট্র্যাকিং, AI ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন এবং টিল্ট মোড। মোবাইলটি কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও, ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকেও অর্ডার করা যাবে।
ফিচারের মধ্যে কী কী রয়েছে?
এই ফোনটিতে ডিসপ্লে রয়েছে দেখার মতো। জানা যাচ্ছে এই স্মার্ট ফোনটিতে ৬.৭ ইঞ্চি ১.৫k রেজোলিউশনের পোলড ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ ২ হাজার নিটস ব্রাইটনেস পাওয়া যাবে। এই ফোনটিতে রিফ্রেশ রেট রয়েছে ১৪৪ Hz। এই ফোনের পিছনেই রয়েছে একটি ৫০-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা।
আরও পড়ুন: সারাদিন অনলাইন থাকেন হোয়াটসঅ্যাপে? অজান্তেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন না তো?
তাই বোঝাই যাচ্ছে মোটোর ফোনটি কিনলে ছবি উঠবে একেবারে ঝাঁচকচকে। এছাড়াও এই ফোনটিতে একটি ৪৫০০mAh ব্যাটারি রয়েছে, যা ১২৫ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং-এর সুবিধা দিয়ে থাকে।
দাম কত?
মোটোর এই দুর্দান্ত স্মার্টফোনটি দু’টি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। তার মধ্যে ২৫৬ জিবি স্টোরেজ সম্পন্ন,৬৮ ওয়াটের চার্জার সহ ৮ জিবি র্যামের মোবাইলটির দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এছাড়া ২৫৬ জিবি স্টোরেজ সম্পন্ন ১২৫ ওয়াটের চার্জার সহ ১২ জিবি র্যামের মোবাইলটি ৩৩,৯৯৯ টাকা দামে পাওয়া যাচ্ছে।