নিউজ শর্ট ডেস্ক: গত বছরেই অর্থাৎ ২০২৩ সালের ৩০ জানুয়ারি জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচার শুরু হয়েছিল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’-এর (Icche Putul) দেখতে দেখতে এই ধারাবাহিকের বয়স পেরিয়েছে এক বছর। এখনকার দিনে নতুন ট্রেন্ড অনুযায়ী খুব কম সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে একাধিক বাংলা সিরিয়াল (Bengali Serial)।
ঠিক তেমনি ইচ্ছে পুতুল যখন শুরু হয়েছিল তখনই পরপর শেষ হয়ে যায় বেশ কয়েকটি ধারাবাহিক। ইচ্ছে পুতুল প্রথম শুরু হয়েছিল রাত ৯:৩০ টা’র স্লটে। সেই সময় থেকে তাদের কড়া টক্কর দিয়ে চলেছিল প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। তাই সেসময় টিআরপি তালিকায় পাঁচের বেশি টিআরপি রেটিং থাকায় ইচ্ছে পুতুলকে সরিয়ে আনা হয় সন্ধ্যা ৬ টা’র স্লটে।
কিন্তু সেই সময় ইচ্ছে পুতুলের প্রতিপক্ষ হিসাবে আসে স্টার জলসার ‘তোমাদের রানী’। তারপর থেকে প্রথম এক-দু’বার স্লট লিডার হলেও পরপর ‘তোমাদের রানী’র কাছে স্লট হারাতে শুরু করে ইচ্ছে পুতুল। যার ফলে এবার এক বছর হতে না হতেই চিরকালের মতো শেষ হয়ে যাচ্ছে ইচ্ছেপুতুল।
দেখতে গেলে টানা প্রায় ১৩ মাসের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলল এই ধারাবাহিকটি। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, অবশেষে সমস্ত জল্পনার সিলমোহর দিয়ে শেষ হয়ে গিয়েছে পুতুলের অন্তিম পর্বের শুটিং। আগামী ১০ মার্চ টেলিভিশনের পর্দায় শেষবারের মতো দেখা যাবে এই জনপ্রিয় বাংলা সিরিয়ালটি।
আরও পড়ুন: স্বয়ম্ভূ নয়, এই পুরুষের প্রেমে মজেছেন জগদ্ধাত্রী! প্রকাশ্যে অঙ্কিতার প্রেমিকের ছবি
আর তার পরের দিন থেকেই অর্থাৎ ১১ ই মার্চ থেকে ওই জায়গায় আসবে নতুন ধারাবাহিক ‘যোগমায়া’। নতুন মাসেই জনপ্রিয় অভিনেত্রী নেহা অমনদীপ এবং অভিনেতা সৈয়দ আরফিন অভিনীত এই ধারাবাহিক সম্প্রচারিত হতে চলেছে। অর্থাৎ হাতে মাত্র আর এক সপ্তাহ।
View this post on Instagram
অন্তিম পর্বের শুটিং শেষে মন খারাপ ছিল ইচ্ছে পুতুল সিরিয়ালের সমস্ত কলা কুশলীদের। খানিকটা চোখের জল চেপে শেষদিনের কাজ সারলেন পর্দার মেঘ-নীল-ময়ূরী এবং গিনিরা। শুটিং শেষে মেঘ অভিনেত্রী তিতিক্ষা জানান সহকর্মী থেকে সেটে চা দিতেন যে দাদা,সবাইকে মিস করবেন তিনি। তবে এতদিন কাজ করে সহকর্মীরা সকলেই এখন তাঁর কাছে পরিবারের মতো হয়ে গিয়েছে। তাই রোজ দেখা না হলেও, যোগাযোগটা থাকবেই!