Arijit

চোটের কারণে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন দুই তারকা, চাপে রোহিত শর্মা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। আগামী 16 ই ফেব্রুয়ারি থেকে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে বসতে চলেছে টি-টোয়েন্টি সিরিজের আসর। তবে তার আগে ভারতীয় দলের জন্য জোর ধাক্কা।

   

চোট পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ওপেনার কে এল রাহুল এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন সীমিত ওভারের দলের সহ-অধিনায়ক রাহুল। জানা গিয়েছে, বাঁ দিকের আপার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে তাঁর। অপরদিকে সদ্য কোভিড থেকে মুক্তি পেয়েছেন অক্ষর প্যাটেল। তিনি এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেন নি। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় একাডেমিতে রিহ্যাবে রয়েছেন অক্ষর প্যাটেল। এই দুই ক্রিকেটারের পরিবর্তও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। রুতুরাজ গায়কোয়াড় এবং দীপক হুডাকে পরিবর্ত হিসেবে দলে নেওয়া হচ্ছে। দীপক এক দিনের সিরিজেও দলে ছিলেন।