Most Populated District

Most Populated District: বাস করেন লক্ষ লক্ষ লোক, ভারতের সবচেয়ে জনবহুল জেলা কোনটি? নামটা চমকে দেবে

নিউজশর্ট ডেস্কঃ বিভিন্ন রকমের সংস্থা রয়েছে যারা গোটা বিশ্বে আর্থিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, জীবনযাত্রা সমস্ত কিছু পর্যালোচনা করে রিপোর্ট পেশ করে। সেক্ষেত্রে বিশ্বের কোন দেশ কোন দিকে এগিয়ে রয়েছে? কোন দেশ পিছিয়ে রয়েছে সমস্ত কিছুরই তালিকা প্রকাশ করা হয়।

আর এবার জনবহুল জেলা( Most Populated District) সম্পর্কে তালিকা প্রকাশ পেয়েছে। আজকের এই প্রতিবেদনে এই জনবহুল এলাকার তালিকার শীর্ষে কে রয়েছে সে সম্পর্কে তথ্য জানাবো। ২০২৩ সালের জনগণনা সারা বিশ্ব জুড়ে জনঘনত্বের তালিকায় শীর্ষে ভারত জায়গা করে নিয়েছে। এমনকি চীনকেও টেক্কা দিয়ে দিয়েছে ভারত। ২৮ টি অঙ্গরাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে এই ভারত গঠিত।

এই ভারতের ধনী রাজ্য যেমন রয়েছে ঠিক তেমনি গরিব রাজ্যও রয়েছে। এর পাশাপাশি ভারতে রয়েছে জেলা। সবথেকে জনবহুল জেলার তালিকায় কোন জায়গা রয়েছে? ২০১১ সালে মোট ৬৪০ টি জেলার সংখ্যা পাওয়া যায়। এরপর ২০২২ সালের আগস্ট মাসে গণনার সময় ৬৪০ এর জায়গায় ৭৬৬ টি জেলা হয়েছে। আর এবার এই সমস্ত জেলাগুলোর পরিপ্রেক্ষিতেই সবথেকে জনবহুল জেলার তালিকা প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন: Ration Card: আর ৫ কেজি নয়, এবার রেশনে মিলবে ১০ কেজি খাদ্যসামগ্রী! সঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে টাকাও

২০২২ সালের জনগণনার পরিসংখ্যান অনুযায়ী জনবহুল জেলার তালিকায় শীর্ষে রয়েছে থানে। দেশের অন্যতম রাজ্য মহারাষ্ট্রের অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত রয়েছে থানে। এই মহারাষ্ট্রের মোট আয়তন ৩,০৭,৭১৩ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে দেশের রাজ্যের তালিকায় তৃতীয় বৃহত্তম রাজ্য হিসেবে মহারাষ্ট্র রয়েছে। দেশের জনবহুল জেলা হিসেবে মহারাষ্ট্রের থানে আছে। এই জেলার মোট জনসংখ্যা ১.১১ কোটি।

Avatar

Papiya Paul

X