Arijit

কানপুর টেস্টে ভারতকে জিততে দিল না দুই ভারতীয়, প্রাণপণ লড়লেন নিউজিল্যান্ডের জন্য

কানপুরে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। এই টেস্ট ম্যাচে জয়ের দোরগোড়ায় পৌঁছেও তীরে এসে তরী ডুবল ভারতীয় দলের। এক উইকেটের জন্য জয় হাতছাড়া হল ভারতের। আর ভারতের না জেতার জন্য দায়ী দুই ভারতীয়ই। তারা হলেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান আজাজ প্যাটেল এবং রচিন রবীন্দ্র।

   

চতুর্থ দিনের একেবারে শেষে নিউজিল্যান্ডের এক উইকেট পড়ে যাওয়ায় পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ন’টি উইকেট। তবে পঞ্চম দিনের প্রথম সেশনে ভারত একটিও উইকেট তুলে নিতে পারেনি। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় সেশন শুরু হতেই একের পর এক উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেয় ভারতীয় বোলাররা।

চতুর্থ দিনে যখন নিউজিল্যান্ড এর 9 উইকেট তুলে নিয়ে একেবারে জয়ের দৌড় গোড়ায় দাড়িয়ে ছিল ভারত। সেই সময় ভারতের জয়ে বাধা হয়ে দাঁড়ালেন দুই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার আজাজ প্যাটেল এবং রচিন রবীন্দ্র। এই দুজন নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেললেও ভারতের সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে।

আজাজ প্যাটেলের জন্ম ভারতের মুম্বই শহরে। তাঁর বাবা ইউনুস প্যাটেল একজন রেফ্রিজারেশন স্পেশালিস্ট এবং মায়ের নাম শেহনাজ প্যাটেল। অন্যদিকে রাচিনের জন্ম নিউজিল্যান্ডের ওয়েলিংটনে হলেও তাঁর বাবা-মা দু’জনেই ভারতীয়। রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি বেঙ্গালুরুর সফটওয়ার সিস্টেম আর্কিটেক। তাঁর মায়ের নাম দীপা। অর্থাৎ কানপুর টেস্টে ভারতের জয় আটকে দিলেন দুই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার।