Local Train

Local Train: আবার হবে বাদুড় ঝোলা ভিড়! শিয়ালদা লাইনে ২০ দিন বাতিল একাধিক ট্রেন, কোন কোন ট্রেন বাতিল?

নিউজ শর্ট ডেস্ক: বরাবরই নিত্যযাত্রীদের অন্যতম ভরসার পরিবহন মাধ্যম হল ভারতীয় রেল (Indian Railways)। বিশেষ করে লোকাল ট্রেনের (Local Train) ওপর নির্ভর করে করেই প্রতিদিন যাতায়াত করে থাকেন অসংখ্য অফিস যাত্রী। তবে যারা শিয়ালদা ডিভিশনে (Sealdah Devision) যাতা যাতা করেন এবার তাদের জন্য এসে গেল এক বিরাট চিন্তার খবর।

এর ফলে শিয়ালদা ডিভিশনের যাত্রীরা আগামী প্রায় এক মাস চরম ভোগান্তির শিকার হতে চলেছেন। টানা পুরো ২০ দিন শিয়ালদা লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Rail)। কিন্তু হঠাৎ এমন কি হল? যার জন্য এমন সিদ্ধান্ত নিল পূর্ব রেল?

জানা আছে দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার কারণে এবার একসাথে ২৪ টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রেল সূত্রে খবর আগামী ১৮ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ৭ই মে পর্যন্ত মোট ২৪টি লোকাল ট্রেন বাতিল করা হবে। তাছাড়াও সংক্ষিপ্ত করা হবে বেশকিছু ট্রেনের রূট। এছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে বলে জানা গেছে।

পূর্ব রেল,Eastern Rail,ভারতীয় রেল,Indian Railways,লোকাল ট্রেন,Local Train,শিয়ালদা ডিভিশন,Sealdah Devision,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত এদিন মোট যে ২২ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে নিচে তার সম্পূর্ণ তালিকা দেওয়া হল।

আরও পড়ুন: রাজধানী অতীত! এবার ঝড় তুলবে বন্দেভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন, মিলবে এই ৭ সুবিধা

১) ৩০৩৬১ নম্বরের মাঝেরহাট-হাসনাবাদ লোকাল ট্রেন।
২)  ৩০৩৫১ এবং ৩০৩১৩ নম্বরের মাঝেরহাট-বারাসাত লোকাল ট্রেন।
৩) ৩০৩২২ নম্বরের  হাসনাবাদ-বিবাদি বাগ লোকাল ট্রেন।
৪) ৩৩২৮২ নম্বরের হাসনাবাদ-দমদম লোকাল ট্রেন।
৫) ৩০৩৫৮ নম্বরের মধ্যমগ্রাম-মাঝেরহাট লোকাল ট্রেন।
৬) ৩৩৩১১ নম্বরের বারাসত-হাসনাবাদ লোকাল ট্রেন।
৭) ৩০১৪৫ নম্বরের বিবাদি বাগ-কৃষ্ণনগর সিটি লোকাল ট্রেন ।
8) ৩০৩৫৭ নম্বরের মাঝেরহাট-মধ্যমগ্রাম লোকাল ট্রেন ।
৯) ৩৩২৩২ নম্বরের ব্যারাকপুর-দমদম লোকাল ট্রেন,
১০) ৩৩২৩১ নম্বরের দমদম-ব্যারাকপুর লোকাল ট্রেন।

আরও পড়ুন: নববর্ষের দিনই বিরাট লোকসান! আচমকা বিপাকে হাওড়া নিউ-জলপাইগুড়ি বন্দে ভারত

পূর্ব রেল,Eastern Rail,ভারতীয় রেল,Indian Railways,লোকাল ট্রেন,Local Train,শিয়ালদা ডিভিশন,Sealdah Devision,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়াও রয়েছে, ১১) ৩১২৪২ নম্বরের ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল ট্রেন।
১২) ৩০৩৩২ নম্বরের হাবরা-মাঝেরহাট লোকাল ট্রেন।
১৩) ৩০৩৩৩ নম্বরের মাঝেরহাট-হাবরা লোকাল ট্রেন।
১৪) ৩৩৬৮৬ নম্বরের গোবরডাঙা-শিয়ালদহ লোকাল ট্রেন।
১৫) ৩০৩১২ নম্বরের বারাসত-মাঝেরহাট লোকাল ট্রেন।
১৬) ৩০৩১৪ নম্বরের দত্তপুকুর-মাঝেরহাট লোকাল ট্রেন।
১৭) ৩৩৪২৫ নম্বরের শিয়ালদহ-বারাসাত লোকাল ট্রেন।
১৮) ৩১২২৩ নম্বরের শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল ট্রেন।
১৯) ৩০১১৬ নম্বরের ব্যারাকপুর-বিবাদি বাগ লোকাল ট্রেন।
২০) ৩০১১৩ নম্বরের বিবাদি বাগ-ব্যারাকপুর লোকাল ট্রেন।
২১) ৩৩২৭১ নম্বরের দমদম-গোবরডাঙা লোকাল ট্রেন এবং
২২) ৩০৩৫৩ নম্বরের মাঝেরহাট-দত্তপুকুর লোকাল ট্রেন ।

 

 

Avatar

anita

X