দীপা ফিনিশ! ফুলকি না সন্ধ্যাতারা কে হল বাংলার সেরা? TRP তালিকায় বিরাট চমক

নিউজশর্ট ডেস্কঃ 24th August Bengali TV Serials Target Rating Point List: আজ বাংলা সিরিয়ালের(Bengali Serial) রেজাল্ট বেরোনোর দিন। প্রত্যেক বৃহস্পতিবারের মত এই সপ্তাহেও এসেছে টার্গেট রেটিং পয়েন্ট(Target Rating Point)। চলতি সপ্তাহে টিআরপি লিস্টে(TRP List) সেরার জায়গা দখল করল কে? স্টার জলসা(Star Jalsa) নাকি জি বাংলা(Zee Bangla)? চলুন তাহলে দেখে নেওয়া যাক।

গত সপ্তাহে অল্প নম্বরের জন্য প্রথম স্থান হাতছাড়া হয়েছে স্টার জলসার তুরুপের তাস ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) সিরিয়ালের। তবে এবার জগদ্ধাত্রীকে হারিয়ে আবার সেরার সিংহাসন দখল করে নিল সূর্য এবং দীপা। ৮.২ নম্বর পেয়ে বাংলার সেরা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে ৮.১ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। ৭.৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে আছে সকলের প্রিয় ‘ফুলকি’।

জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’, প্রত্যেক সপ্তাতেই বাজিমাত করছে। স্টার জলসার নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’ও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। তাহলে সেরা দশের মধ্যে প্রথম পাঁচ তো হয়ে গেল বাকি পাঁচ তালিকায় কারা কারা আছেন চলুন দেখে নিই।

this week bengali serial trp list has many twis

চলুন তাহলে দেখে নেওয়া যাক, এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা দশ ধারাবাহিক কোনগুলি(TRP List of Top 10 Bengali Serial) :

অনুরাগের ছোঁয়া  – ৮.২ প্রথম
জগদ্ধাত্রী – ৮.১ দ্বিতীয়
ফুলকি – ৭.৬ তৃতীয়
রাঙা বউ – ৭.২.
সন্ধ্যাতারা – ৬.৯

নিম ফুলের মধু – ৬.৬
বাংলা মিডিয়াম – ৬.৫
হরগৌরী পাইস হোটেল – ৬.৪
খেলনা বাড়ি – ৬.৩
কার কাছে কই মনের কথা, তুঁতে – ৫.৯

যেই সিরিয়াল গুলো টিআরপি তালিকায় ভালো রেজাল্ট করতে পারছে না সেগুলো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন দর্শকেরা। কারণ ইতিমধ্যেই বেশ কিছু নতুন সিরিয়ালের প্রমো প্রকাশ্যে চলে এসেছে। যেমন এই মাস থেকেই শুরু হতে চলেছে স্টার জলসার নতুন সিরিয়াল লাভ বিয়ে আজকাল। রাত সাড়ে আটটার সময় পঞ্চমীর জায়গায় এই ধারাবাহিক দেখা যাবে

Papiya Paul

X