24th October Target Rating Point List Phulki became Bengal Topper

ফুলকি নাকি কথা, কে হল উৎসবের মরশুমে বেঙ্গল টপার? দেখুন লেটেস্ট TRP তালিকা

পার্থ মান্নাঃ বৃহস্পতিবার আসা মানেই বাঙালি দর্শকদের মনে চিন্তা শুরু। কে হবে বাংলার সেরা সিরিয়াল? সারা সপ্তাহ ধরে সম্প্রচারিত হওয়া জি বাংলা থেকে ষ্টার জলসার কোন মেগা কত জনপ্রিয়তা পেল সেটা দেখা যায় টার্গেট রেটিং পয়েন্ট এর টাকা দেখলেই। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এসপ্তাহের টিআরপি তালিকা। যেখানে দেখা যাচ্ছে, বাজিমাত করেছে ফুলকি।

হ্যাঁ এসপ্তাহে নিজের জায়গা ধরে রেখে ৭.২ পয়েন্ট সহ বেঙ্গল টপার হয়েছে ফুলকি। অবশ্য এর ঠিক পরেই রয়েছে ষ্টার জলসার দুই অতি জনপ্রিয় মেগা। কথা ও গীতা LLB দুজনেই সপ্তাহে ৬.৫ পেয়েছে। আর দুই মেগাই রয়েছে দ্বিতীয় নাম্বারে। এরপর ৬.৪ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। চতুর্থ স্থানে রয়েছে জ্যাস সন্ন্যালের কাহিনী জগদ্ধাত্রী।

এসপ্তাহে জগদ্ধাত্রী ৬.২ পয়েন্ট পেয়েছে। তবে জানা যাচ্ছে শীঘ্রই নাকি মেগাটি শেষ হতে চলেছে। নতুন মেগা ‘পরিণীতা’কে জায়গা দিতেই নাকি শেষ হবে জগদ্ধাত্রী। এদিকে পঞ্চম স্থানে একইসাথে রয়েছে তিন মেগা। উড়ান, রোশনাই ও শুভ বিবাহন তিনজনেই ৫.৮ নাম্বার পেয়েছে টিআরপি লিস্টে। তাহলে বাকি ৫ কারা? চলুন দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা দশের টিআরপি :

সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)

ফুলকি – ৭.২
গীতা LLB, কথা – ৬.৫
নিম ফুলের মধু – ৬.৪
জগদ্ধাত্রী – ৬.২
উড়ান, রোশনাই, শুভ বিবাহ – ৫.৮

কোন গোপনে মন ভেসেছে – ৫.৭
অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – ৫.৫
রাঙ্গামতি তীরন্দাজ – ৫.০
তেঁতুলপাতা, ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৪.৯
আনন্দী – ৪.৭

এই ছিল সেরা দশ ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি পয়েন্ট। নতুন সিরিয়ালের মধ্যে দুই শালিক টিআরপি এর নিরিখে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। এসপ্তাহে সিরিয়ালটির প্রাপ্ত পয়েন্ট ৩.৩। তবে সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে ‘দিদি নং ১’ এর সানডে ধামাকা ৪.৯ পয়েন্ট ও সারেগামাপা ৩.৯ পয়েন্ট পেয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X