নিউজ শর্ট ডেস্ক: পুরুলিয়া (Purulia) হল পশ্চিমবঙ্গের এমন একটি রাজ্য যেখানে প্রকৃতি নিজের সমস্ত সৌন্দর্য্য একেবারে উজাড় করে দিয়েছে। এখন অল্পদিনের ছুটিতে পর্যটকদের মধ্যে বাড়ছে অফবিট ডেস্টিনেশনে (Offbeat Destination) যাওয়ার হুড়োহুড়ি।
এমনকি পুরুলিয়ার মধ্যেও আজকাল অফবিট স্পট খুঁজছেন বাঙালি। এখানকার লাল পলাশ (Palash) আর নিরিবিলি পরিবেশের টানেই বছর বছর ভিড় জমান পর্যটকরা।বিশেষ করে বসন্ত এলেই লাল মাটির দেশে একটু বেশিই মানুষ ভিড় জমান মানুষ। আজ আপনাদের দেবো পুরুলিয়ার এমনই ৩টি অফবিট জায়গার হদিশ।
ময়ূর পাহাড় (Mayur Pahar):
অযোধ্যা পাহাড়েরই একটা বর্ধিত অংশ হল ময়ূর পাহাড়। স্থানীয় মানুষ জনদের থেকে জানা যায়একসময় এই জায়গায় অনেক ময়ূর ঘোরাঘুরি করত। তাই সেই থেকেই এই জায়গার নাম হয়েছে। পুরুলিয়ার এই ময়ূর পাহাড় ময়ূরের মতোই সুন্দর। ক্ষণে ক্ষণে দিনের মুহূর্তে নানান রূপে রঙে সেজে ওঠে এই পাহাড়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য বারেবারে মুগ্ধ করে পর্যটকদের। ময়ূর পাহাড়ে ওঠার জন্য রয়েছে সিঁড়িও।পাহাড়ের কোলেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। যেখানে দাঁড়িয়েই দেখা যায় অযোধ্যা পাহাড়ের বিভিন্ন অংশ দেখা দেয়। দোলের আগে পলাশের রঙে সেজে ওঠে এই পাহাড়। এছাড়াও এখানে রয়েছে একটি মন্দির।
দুয়ারসিনি (Duarsini):
লাল মাটির দেশ পুরুলিয়াতেই রয়েছে গা ছমছমে জঙ্গলে ঘেরা দুয়ারসিনি। শহরের কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি এই পরিবেশে গেলে এক নিমেষেই দূর হবে সব ক্লান্তি। ছোট ছোট পাহাড় আর শাল-শিমুল-পিয়ালের বনে ঘেরা দুয়ারসিনিতে এখন অ্যাডভেঞ্চার প্রেমীদের দারুন পছন্দের একটি জায়গা। জঙ্গলের মাঝে, ছোট ছোট কটেজে রাত কাটানোর সুযোগ রয়েছে এখানে। এছাড়াও এই অফবিট স্পটে রয়েছে একটি ভিউ পয়েন্ট। সেখান থেকেই দেখা যায় পুরো দুয়ারসিনির জঙ্গল। দুয়ারসিনি থেকেই ঘুরতে যাওয়া যাবে হাড়গাড়া জঙ্গল, টটকো জলাধার, রাইকা পাহাড়। এছাড়া ঘাটশিলা ও হাতিবাড়ি র মতো জায়গাও দুয়ারসিনির খুব কাছেই অবস্থিত।
আরও পড়ুন: মাত্র ৪০ টাকায় মিলবে দীঘার হোটেল! এভাবে বুক করলে পাবেন দুর্দান্ত অফার
মুরগুমা (Murguma):
পুরুলিয়ার মুরগুমাকে বলা হয় ‘বহুরূপী’! ছয় ঋতুতে ছয় রূপ তার। তাই পুরুলিয়ার এই পর্যটন কেন্দ্রে প্রায় সার বছরই ভিড় থাকে পর্যটকদের। তবে এই দোলের আগে পলাশে ঘেরা মুরগুমা যেন আরও বেশি সুন্দরী হয়ে উঠেছে। তাই এখন সে সেজেগুজে বসন্তকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। মুরগুমার মতো এমন শান্ত-নিরিবিলি পরিবেশ পুরুলিয়ার অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন। ছোট ছোট পাহাড়ে ঘেরা প্রচুর জলাশয় রয়েছে মুরগুমায়। এখানকার অন্যতম আকর্ষণ হল সুইসাইড পয়েন্ট। সঙ্গে।