Travel

Travel: দার্জিলিং নয়, চলে যান এই ৩ পাহাড়ি গ্রামে, মনের শান্তির সাথেই মিলবে ফুরফুরে আমেজ

নিউজশর্ট ডেস্কঃ বাঙালীর মন সবসময় উড়ুউড়ু। একটু সময় পেলেই এদিক-সেদিক ঘুরতে(Travel) বেড়িয়ে পড়েন। আপনার মনও কি এখন ঘুরতে যেতে চাইছে! ভাবছেন, একান্তে নিরিবিলিতে প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে ঘুরতে যাবেন! তাহলে আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। দার্জিলিং-এর ভিড় এড়িয়ে ঘুরে আসুন এই তিনটি অফবিট লোকেশনে(Offbeat Location)। এই পাহাড়ি লোকেশনগুলিতে একবার গেলে বারবার যেতে মন চাইবে। চলুন তাহলে এই জায়গাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১) যোগীঘাট(Jogighat): পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এইস্থানের নাম যোগীঘাট(Jogighat)। রিয়াং নদীর পাশেই অবস্থিত এই স্থান। যোগীঘাটে গেলে, আপনর মন যে হারাবেই সে কথা বলাই বাহুল্য। পাহাড়, বন-জঙ্গলের মধ্যে সে এক অনন্য স্থান! বসন্তের মরশুমে গাছেরা তাদের পাতা ঝরিয়ে সেখানে এনেছে নতুন কচি পাতা। তার মাঝে প্রেয়সীর সাথে অফুরন্ত সময়।

কোথায় থাকবেন : প্রসঙ্গত, এখানে থাকার জন্য পেয়ে যাবেন হোম স্টে। থাকা খাওয়া মিলিয়ে জনপ্রতি ১২০০ থেকে ১৫০০ এর মতো খরচ হবে আপনার। অ্যাডভেঞ্চার প্রেমীরা রিয়াং নদীর পাশে তাঁবু খাঁটিয়ে থাকতে পারে।

কীভাবে যাবেন : নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে যেতে পারবেন। সেখান থেকে গাড়ি ভাড়া করে দু’টি রাস্তা হয়ে যাওয়া যায় যোগীঘাট। এরমধ্যে একটি হলো রোহিনী রোড, কার্শিয়াং, দিলারাম হয়ে। অন্যটি সেবক রোড, রম্ভি, মংপু, লাবদা হয়ে। দুই রাস্তাতেই শিলিগুড়ি থেকে ৭০-৭৫ কিমি দূরে এইস্থান।

২) ডিমনা (Dimna): আজকের আরেকটি ঠিকানা হল, ঝাড়খণ্ড (Jharkhand) ডিমনা (Dimna)। চারিদিকে সবুজের ছড়াছড়ি আর তার মাঝে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তাই দু-একদিনের জন্য একটু প্রাণভরে শ্বাস নিতে হলে ডিমনা থেকে ঘুরে আসতেই পারেন।

কিভাবে যাবেন? প্রথমেই আপনাকে হাওড়া থেকে টাটানগরগামী যে কোন এক্সপ্রেসে উঠে পড়তে হবে। খুব বেশি হলে ঘন্টা চারেকের মধ্যেই পৌঁছে যাবেন এই জায়গাটিতে। এছাড়া জামশেদপুর যাওয়ার জন্য প্রচুর সরকারি এবং বেসরকারি বাসও পেয়ে যাবেন আপনি। পাশাপাশি প্রাইভেট গাড়িতে যেতে চাইলে সেই অপশনও রয়েছে।

আরও পড়ুন: Travel: বাজেট কম! ভুলে যান মালদ্বীপ-লাক্ষাদ্বীপ, ঘুরে আসুন এই ২ অপূর্ব সুন্দর সি-বিচ থেকে

৩) রঙ্গো(Rongo):  আজকের আরেকটি গন্তব্য হল রঙ্গো(Rongo)। কালিম্পংয়ের(Kalimpong) কোলে ভুটান(Bhutan) সীমান্ত ঘেঁষা এই গ্রামের সৌন্দর্য দেখলে চোখ কপালে উঠবে। নির্জনতার মাঝে ছোট্ট গ্রাম রঙ্গো আজকাল মানুষের অন্যতম পছন্দের জায়গা। একদিকে মেঘ আর পাহাড়ের সংমিশ্রণ অন্যদিকে ঝর্ণার কলকলানি আপনাদের ভালো লাগতে বাধ্য।

কীভাবে যাবেন : NJP থেকে রঙ্গোর দূরত্ব খুব বেশি নয়। একটা গাড়ি করেই পৌঁছানো যাবে এই স্বর্গরাজ্যে। গোটা রাস্তার জার্নিটা কিন্তু স্মৃতির মনিকোঠরে গেঁথে থাকবে। অন্য রাস্তা ধরতে চাইলে এনজেপি বাদ দিয়ে আপনি নিউ মাল জংশনে নেমেও এখানে পৌঁছাতে পারবেন।

 

Avatar

Papiya Paul

X