Electric Scooter

Electric Scooter: একবার চার্জ দিলে চলবে ১৫০ কিমি! সস্তায় জবরদস্ত পরিষেবা দেবে এই ৩ ইলেকট্রিক স্কুটার

নিউজশর্ট ডেস্ক: যতদিন যাচ্ছে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা তত বেশি বাড়ছে। আর গ্রাহকদের পছন্দ এবং সুবিধার কথা মাথায় রেখে গাড়ি নির্মাতা সংস্থাগুলো এই ইলেকট্রিক স্কুটার বেশি করে বানানো তে উদ্যোগী হয়েছে। জ্বালানির বিকল্প হিসেবে এই ইলেকট্রিক স্কুটার(Electric Scooter) আগামী দিনে একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠবে একথা সকলেই জানেন। তবে এখন বিভিন্ন রকমের ইলেকট্রিক স্কুটার রয়েছে।

তবে এর মধ্যে কোন ইলেকট্রিক গাড়ির রেঞ্জ বেশি, কোনটার আবার রেঞ্জ কম থাকে। আজকের এই প্রতিবেদনে ১৫০ কিমি রেঞ্জের সবথেকে সেরা তিনটি ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো।আপনি যদি ভালো ইলেকট্রিক স্কুটার খুঁজে থাকেন, তাহলে এগুলো আপনার কাছে পছন্দের বিকল্প হতেই পারে।

Ather 450X Gen 4:
ইলেকট্রিক স্কুটারের মধ্যে ১৫০ কিমি রেঞ্জের মধ্যে সবথেকে ভালো এবং উন্নত মানের স্কুটার এটি। এর মধ্যে ৩.৭ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। এটির স্লিক ডিজাইন আপনার মন জিতে নেবে। এর আরও একটি ব্যাটারি প্যাক রয়েছে। যেটি ২.৯ কিলোওয়াট আওয়ারের রেঞ্জ দেবে ১১১ কিলোমিটার। তবে রাস্তায় চালালে আপনি এটিতে পুরোপুরি ১৫০ কিমি রেঞ্জ পাবেন না কোথাও কোথাও।

আরও পড়ুন: E-Scooter: সাধ্যের মধ্যেই সাধপূরণ! তেলের খরচ বাঁচাতে কোনটা কিনবেন? E Luna নাকি অন্য স্কুটার?

কিন্তু ১১০ কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া যেতে পারে। এই গাড়ির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠবে এবং মাত্র ৩.৩ সেকেন্ডের মধ্যেই এই স্কুটারে ০-৪০ কিমি গতি উঠতে পারে। এই স্কুটারের মধ্যে আপনি ১৭.৭ সেমির একটি টিএফটি টাচস্ক্রিন রয়েছে, যা কিনা ৪ জি কানেক্টিভিটি রয়েছে। এই গাড়ির মধ্যে আপনি ৬ টি রংয়ের ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। জানা গিয়েছে, এই ইলেকট্রিক স্কুটারের দাম ১ লক্ষ ৪৯ হাজার ৩৯৩ টাকা।

Dolphin Electric Scooter Keagle:
এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ ১২০ কিমি। এই মডেলটিতে সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৬০ কিমি উঠবে। এই গাড়িটি কোয়ালিটি এবং নিরাপত্তার দিক থেকে ৫ স্টার রেটিং পেয়ে গিয়েছে এই গাড়িতে আপনি সিঙ্গেল ডিস্ক ব্রেক, রিভার্স ফাংশান, কনভেনিয়েট রিমোট কি, এন্টি থেফট এলার্ম ইত্যাদির সুবিধা পেয়ে যাবেন। এই স্কুটারটি চালানোর জন্য কোন ড্রাইভিং লাইসেন্সর দরকার পড়বে না। এমাজন ইন্ডিয়ার অনলাইন স্টোরে আপনি এই স্কুটার পেয়ে যাবেন। এই স্কুটারটির দাম ১ লক্ষ ৫ হাজার টাকার উপরে।

Flex Kinetic Green: এই ইলেকট্রিক স্কুটারটির রেঞ্জ
১২০ কিলোমিটার। এটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৭২ কিলোমিটার হবে এই গাড়িটি চার্জে যে সময় লাগবে ৫ ঘন্টা। এই বাইকটির পাঁচটি রঙে মার্কেটে পাওয়া যাচ্ছে। এটির দাম ১ লক্ষ ৯ হাজার ৮৭৪ টাকা।

 

Papiya Paul

X