3 Serial Shooting paused due to problems between Fedareation and Channel

একসাথে বন্ধ ৩ সিরিয়ালের শুটিং, আর দেখা যাবে না নতুন পর্ব? মাথায় হাত দর্শকদের

পার্থ মান্নাঃ বাঙালিদের প্রতিদিনের বিনোদন মানেই টেলিভিশনের পর্দায় সিরিয়াল। এদিকে সাত সকালে বাংলা সিরিয়ালের দর্শকদের জন্য এল খারাপ খবর। আচমকাই বন্ধ ৩ ধারাবাহিকের শুটিংয়ের কাজ। যার জেরে থমকে যেতে পারে সম্প্রচারও। কিন্তু হটাৎ কেন বন্ধ হল সিরিয়ালের শুটিং? আর কোন মেগার শুটিং বন্ধ হল? এই প্রশ্নের উত্তর পেতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বর্তমানে সিরিয়ালের অবস্থা

আগের তুলনায় সিরিয়ালের আয়ু বর্তমানে অনেকটাই কম। এককালে যেখানে মেগা সিরিয়াল বছরের পর বছর চলত সেখানে শুরু হওয়ার কয়েক মাসেই ঝাঁপ পড়ছে অনেকের। নেপথ্যে টার্গেট রেটিং পয়েন্ট, হ্যাঁ ঠিকই ধরেছেন সাপ্তাহিক টিআরপি তুলতে ব্যর্থ হলেও কিছুদিনের মধ্যেই শেষ হচ্ছে ধারাবাহিক। এমন একাধিক উদাহরণ রয়েছে বিগত এক বছরের মধ্যেই। তবে এবার একসাথে তিনটি সেরিয়ালের শুটিং বন্ধের পথে। কারণ হিসাবে উঠে আসছে চ্যানেল ও ফেডারেশনের মধ্যেকার ঝামেলা।

চ্যানেল ও ফেডারেশনের ঝামেলায় বন্ধ শুটিং

যেমনটা জানা যাচ্ছে পুজোর আগে থেকেই তিন সেরাইলর শুটিং বন্ধ হয়েছে। যার পিছনে রয়েছে চ্যানেল কর্তৃপক্ষ ও ফেডারেশনের মধ্যেকার সমস্যা। আসলে কালার্স বাংলায় ১০০ পর্বের তিনটি ধারাবাহিক আসছে। যদিও পর্বের সংখ্যা কম হওয়ায় এগুলিকে সিরিয়াল মানতে নারাজ ফেডারেশন। তাদের মতে, এগুলি সিরিয়াল নয় বরং সিরিজ। ওঠছে চ্যানেলের বক্তব্য টেলিভিশনে সম্প্রচার হচ্ছে মানেই এগুলি সিরিয়াল। এই দ্বন্দ্বের জেরেই বন্ধ ৩টি সিরিয়াল প্রজেক্টের শুটিং।

কি বলছেন প্রযোজক?

শুটিং বন্ধ হওয়া প্রসঙ্গে প্রযোজক জয়দীপ মুখোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হয়েছিল আন্দনবাজারের তরফ থেকে। তিনি জানান, যতদূর জানা যাচ্ছে, চ্যানেল ও ফেডারেশনের মধ্যে সমস্যা হচ্ছে। তাই বিগত ২ দিন যাবৎ ১০০ পর্বের সিরিয়ালের শুটিংয়ের কাজ বন্ধ। তবে শুটিং চলাকালীন ফেডারেশন সহায়তা করেছিল।

এদিকে আরেক সিরিয়ালের প্রযোজক সৌরভ চক্রবর্তী জানান, ‘শুটিং বন্ধ হওয়ার ব্যাপারটা ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও মেনে নিয়েছেন। চ্যানেলের সাথে আলোচনা চলছে’। তাই আশা করা হচ্ছে সমস্যার দ্রুত সমাধান হবে ও ফের শুটিংয়ের কাজ চালু হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X