দিঘা,Digha,সামার স্পেশাল ট্রেন,Summer Special Train,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

Digha: দিঘা যাওয়া আরও সস্তা! চালু হচ্ছে তিন জোড়া সামার স্পেশাল ট্রেন, কোন কোন রুটে চলবে?

নিউজ শর্ট ডেস্ক: দিঘা (Digha) মানেই বাঙালির অত্যন্ত পছন্দের একটি জায়গা। দু-এক দিনের ছুটি পেলে সকলেই ঘুরতে চলে যান দীঘায়। তাই অনেকের কাছে দীঘা গরিবের গোয়া নামেও পরিচিত। গরমের দিনে বিকেলে সূর্যাস্ত দেখার পাশাপাশি সমুদ্রের ধারে বসে থাকতে কার না ভালো লাগে!

তাই এই গরমের ছুটিতে দীঘায় উপচে পড়েছে পর্যটকদের ভিড়। দিনে দিনে সপ্তাহান্তে ভিড় বাড়ছে পর্যটকদের। আর পর্যটকদের এই চাহিদার কথা মাথায় রেখেই ভারতীয় রেলের পক্ষ থেকে দীঘা পর্যন্ত তিন জোড়া সামার স্পেশাল ট্রেন (Summer Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যার মধ্যে দুজোড়া থাকছে দক্ষিণ পূর্ব রেল শাখার সাঁতরাগাছি থেকে। আর অন্য জোড়াটি থাকছে মালদা জেলার মালদা টাউন স্টেশন থেকে।  তাই এবার গরমের ছুটিতে দীঘপ্রেমী বাঙালির ভোগান্তির দিন শেষ হতে চলেছে। 

Digha

রেল সূত্রে খবর ০২৮৯৭ সাঁতরাগাছি দিঘা সামার স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি প্রতি রবিবার সকাল ৮ টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়ে আর দিঘা পৌঁছায় সকাল ১১ টা বেজে ৫৫ মিনিটে। অন্যদিকে ০২৮৪৭ সাঁতরাগাছি দিঘা সামার স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার সাঁতরাগাছি থেকে সকাল ন’টা বেজে দশ মিনিটে ছাড়ার পর দিঘা পৌঁছায় দুপুর ১২ টা ৪৫ মিনিটে।

আরও পড়ুন: গরম থেকেই আয় হবে মুঠো মুঠো টাকা! এই সুযোগ হাতছাড়া করলেই হবে আফসোস

দিঘা,Digha,সামার স্পেশাল ট্রেন,Summer Special Train,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়াও ভারতীয় রেলসূত্রে খবর মালদা টাউন থেকে দিঘা পর্যন্ত একজোড়া সামার স্পেশাল ট্রেন চলবে। এই ট্রেনটির মালদা টাউন থেকে শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথি হয়ে দিঘা পৌঁছাবে পরের দিন ভোর চারটের সময়। রেলসূত্রে খবর, জুন মাস পর্যন্ত এই বাড়তি সামার স্পেশাল ট্রেন গুলি চালানো হবে।

Avatar

anita

X