Business Idea

Business Idea: লাগবে না ১ টাকাও পুঁজি, এই ৩ ব্যবসা করে রাতারাতি ঘরে ঢুকবে মুঠো মুঠো টাকা

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে শুধুমাত্র চাকরি করে সংসার চালানো মুশকিল। তাই চাকরির পাশাপাশি বাড়তি আয়ের চিন্তাভাবনা শুরু করেছেন অনেকেই। আর পরিসংখ্যান অনুযায়ী, এখন এই নিত্যনতুন ব্যবসা করে মোটা টাকা উপার্জন করা যাচ্ছে। এমনকি পুরুষদের পাশাপাশি মহিলারাও এই ছোট ব্যবসা করে নিজের আর্থিক উন্নতির বৃদ্ধি ঘটাচ্ছে।

আজকের এই প্রতিবেদনে এমনই ৩ টি বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে জানানো হল। যেগুলি আপনি বাড়িতে থেকেও করতে পারবেন। আর এই ব্যবসা ঠিকভাবে করতে পারলে মোটা টাকা উপার্জন করা সম্ভব।

১) প্লেসমেন্ট সার্ভিস – এখন বহু সংস্থা এজেন্সির মাধ্যমে কর্মচারী নিয়োগ করে। বিশেষ করে সুরক্ষা কর্মী অফিস বয় থেকে টেকনিক্যাল সহ বহু সেক্টরে নিয়োগ এজেন্সির মাধ্যমেই হয়। এর পাশাপাশি এজেন্সির মাধ্যমে তথ্যপ্রযুক্তির সংস্থাগুলোতেও কর্মী নিয়োগ করা হয়। আপনিও চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন নিজের বাড়িতে বসে। বিনিয়োগ নেই বললেই চলে কিন্তু রোজগার হবে প্রচুর টাকা।

২) এমব্রয়ডারির দোকান: এ মুহূর্তে নিত্যনতুন পোশাকের ডিজাইন মানুষকে খুব আকর্ষিত করে তোলে, তাই আপনার হাতের কাজ যদি অসাধারণ হয়ে থাকে তাহলে ট্রেলারিং কিংবা এমব্রয়ডারির ব্যবসা শুরু করতে পারেন। এই ধরনের ব্যবসা করে বহুদিন ধরে বহু মানুষ ভালো টাকা উপার্জন করে আসছেন। আপনার হাতের কাজ ভালো হলে, ধীরে ধীরে ব্যবসা বড় হবে।

আরও পড়ুন: Business Idea: ৫ টাকার জিনিস বিক্রি হবে ৫০ টাকায়! এই ইউনিক ব্যবসায় লাভ হবে প্রচুর প্রচুর টাকা

৩) রান্না শেখানোর ক্লাস: আপনার যদি রান্নাবান্নায় অত্যন্ত দক্ষতা থাকে তাহলে রান্না শেখানোর ক্লাস করেও ভালো টাকা উপার্জন করতে পারেন। এখন শুধুমাত্র অফলাইন নয় অনলাইনেও প্রচুর রান্না শেখানো যায়। আপনার নিজের রান্নার ব্লগ সোশ্যাল মিডিয়া আপলোড করেও প্রচুর টাকা ইনকাম করতে পারেন এই ব্যবসা অত্যন্ত লাভজনক। এখনকার যুগ পাল্টেছে মানুষের চিন্তাধারা বদলেছে তাই বিভিন্ন ধরনের ছোট ব্যবসার সুযোগ রয়েছে। এর মধ্যে থেকে সঠিক বিচার বিবেচনা করে ব্যবসা শুরু করতে পারলে কেল্লাফতে।

Papiya Paul

X