নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষই এখন চাকরির পাশাপাশি ব্যবসা করে নিজের আর্থিক সঙ্গতি বৃদ্ধি করতে চাইছেন। এর কারণ এই চাকরির টাকাতে বর্তমান সময়ে দৈনন্দিন চাহিদা মেটানো সম্ভব হয় না। তাই ব্যবসার দিকেই মনোযোগ বেশি সকলের। কিন্তু কোন ব্যবসা করলে মোটা টাকা লাভ হবে? সেই প্রশ্নই রয়েছে সকলের মনে। আজকের এই প্রতিবেদনে এমন কিছু ব্যবসার কথা আপনাদেরকে বলবো। যেগুলো ২০২৩ সালে বেশ ভালো বাজার ধরতে পেরেছে। যেখানে আপনার মুনাফাও বাড়বে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ২০২৪ সালে কোন কোন ব্যবসার চাহিদা থাকবে তুঙ্গে।
১) ড্রপ শিপিংয়ে বিনিয়োগ: রিসেলিং এবং পাইকারির বিপরীতে ড্রপ শিপিং ইনভেন্টরি পরিচালনা ছাড়াই পণ্য বিক্রয় করতে দিচ্ছে। এক্ষেত্রে ই-কমার্স স্টোর তৈরি করে নিজের পণ্যের পাশাপাশি অন্যের পণ্য বিক্রি করা যায়। তবে অন্যের পণ্যের কোয়ালিটি নিয়ে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে বিশ্বস্ত বিক্রেতাদের কাছ থেকে জিনিসপত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আর এটা সঠিকভাবে করতে পারলে এই ব্যবসা থেকে ভালো টাকা রোজগার হয়।
২) অনলাইন কোর্স: যে ব্যক্তি যে বিষয়ে দক্ষ তিনি সেই বিষয় সংক্রান্ত জিনিস অনলাইনে দেখিয়ে সেখান থেকে মোটা টাকা রোজগার করতে পারেন। কোচিং ক্লাস করানোর পাশাপাশি যোগাসন, নাচ, গান শেখানো কিংবা রান্না শিখিয়েও ভালো টাকা রোজগার হয়।
৩) গ্রাফিক ডিজাইনিং: গ্রাফিক ডিজাইনের ব্যবসা করে প্রচুর টাকা উপার্জন করছেন মানুষ। ডিজিটাল যুগে গ্রাফিক ডিজাইনিং-এর ব্যবসা একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। আগামী দিনে এই কাজের চাহিদা আরো বাড়বে। এই ব্যবসা করে ভালো টাকা রোজগার করা সম্ভব।