Government App

Govenment App: বাইরে বেরনোর দরকার নেই! এই ৪ সরকারি অ্যাপ থাকলে বাড়ি বসেই হবে মুশকিল আসান

নিউজ শর্ট ডেস্ক: এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে স্মার্টফোনের দৌলতেই মুঠোয় বন্দি গোটা দুনিয়া। এখন বাড়িতে বসেই সেরে ফেলা যায় একাধিক গুরুত্বপূর্ণ কাজ। তেমনি রয়েছে বেশ কিছু সরকারি অ্যাপ (Govenment App)। যা সহজ করে তুলেছে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। আসুন দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের এমনই ৪ গুরুত্বপূর্ণ অ্যাপগুলি। যার সাহায্যে বাড়ি বসেই সেরে ফেলা যায় একাধিক সরকারি কাজ।

১) mPassport Seva :পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় পরিষেবা পাওয়া যায় এই সরকারি অ্যাপটিতে। পাসপোর্টের জন্য রেজিস্টার, আবেদন, পেমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী করার সমস্ত রকম সুবিধা  পাওয়া যায় এই অ্যাপে। এই অ্যাপটি পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ এবং বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন সম্পর্কেও তথ্য দিয়ে থাকে।

২) mAadhaar: এই অ্যাপে আধার কার্ড সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা যায়। এখন আমাদের দেশের প্রত্যেক নাগরিকদের জন্যই গুরুত্বপূর্ণ আধার কার্ড। এই অ্যাপটির মাধ্যমেই আপডেট করা যায় আধার কার্ডের সমস্ত তথ্য। একইসঙ্গে সম্পন্ন করা যায় eKYC। পাশাপাশি আধার লক বা আনলক-ও  করা যায়। এখান থেকে ডাউনলোডও করা যায় ডিজিটাল আধার কার্ড।

সরকারি অ্যাপ,Govenment App,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৩) m-Parivahan: এই সরকারি অ্যাপটি দেশের সাধারণ নাগরিক এবং পরিবহন অপারেটরদের জন্য ভীষণ উপযোগী। যারা রাস্তার ট্যাক্স প্রদান, বিভিন্ন পরিষেবার জন্য আবেদন, RTO-তে অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদির মতো বিভিন্ন পরিবহন সংক্রান্ত পরিষেবা পেতে চান, তাদের জন্য এই অ্যাপটি খুবই জরুরি। এই অ্যাপের  সাহায্যে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ডিজিটাল কপিও তৈরি করা যায়।

আরও পড়ুন: UPI লেনদেন করলেই পেয়ে যাবেন ৭৫০০ টাকার ক্যাশব্যাক! ফায়দা পেতে জানুন বিস্তারিত

সরকারি অ্যাপ,Govenment App,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

৪) UMANG: এই মোবাইল অ্যাপটি এখন দারুন ট্রেন্ডিং। এই অ্যাপের মাধ্যমেই এখন কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক পরিষেবা পাওয়া যায় বাড়ি বসেই। শুধু এই একটা অ্যাপ দিয়েই একাধিক পরিষেবা পেয়ে যাবেন গ্রাহকরা। এখানেই একইসাথে গ্যাস বুকিং, থেকে শুরু করে প্যান, আধার, বিল পেমেন্ট, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইত্যাদিতে টাকা জমা করার সুবিধাও পাওয়া যায়। এছাড়াও, PF এর সমস্ত কাজ-ও এই অ্যাপের সাহায্যে করা যায়।

Avatar

anita

X