নিউজশর্ট ডেস্কঃ চার দেওয়ালের গণ্ডির মাঝে একঘেয়েমি কাটাতে সকলেই ভ্রমণের (Travel) উদ্দেশ্যে বেড়িয়ে যেতে চায় মন। কিন্তু গাড়ি ভাড়ার খরচের সাথে যখনই থাকা-খাওয়ার খরচ যুক্ত হয়, তখনই খরচের ভারে ভ্রমণে যাওয়ার আশা ত্যাগ করেন মধ্যবিত্তরা। তবে এমন যদি হয়, ঘুরতে গেলে থাকা-খাওয়া একদম ফ্রি (Free Food and Stay)। তাহলে আর কোন চিন্তাই থাকে না পর্যটকদের।
কাশ্মীর টু কন্যাকুমারী, গোটা বিশ্ব ঘুরতে দেখতে সকলেই চান। অনেকেই প্রতি মাসে, কোন না কোন অজুহাতে, বেরিয়ে পড়েন। তবে ঘোরাঘুরি করা ঠিক আছে। যখন কোথাও থাকা বা খাওয়ার কথা আসে, তখনই অনেক সময় লোকেরা ব্যয়বহুল হোটেলের কারণে তাদের ভ্রমণের পরিকল্পনা বাতিল করে। তবে এবার আজকের প্রতিবেদনে এমন কিছু জায়গার নাম জানাবো, যেখানে ঘুরতে গেলে থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি।
মনিকরণ সাহিব (Manikaran sahib): হিমাচল বরাবরই ভারতীয়দের প্রিয় ভ্রমণ গন্তব্য। স্থানীয় লোকজনের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশিও এখানে বেড়াতে আসেন। এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আপনি যদি হিমাচল আসেন, তাহলে অবশ্যই গুরুদুয়ারা মনিকরণ সাহিব দেখবেন। এখানে থাকা এবং খাবারের জন্য ভাল সুবিধা পাবেন এবং আপনাকে কোনও টাকা দিতে হবে না।
ভারত হেরিটেজ সার্ভিসেস ঋষিকেশ: ভারত হেরিটেজ সার্ভিসেসকে ঋষিকেশের সেরা জায়গাগুলির মধ্যে একটি বলে গণ্য করা হয়। মানুষ এখানে আসে শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটাতে। বিশেষ ব্যাপার হল, এখানে থাকা এবং খাওয়া-দাওয়া একদম ফ্রি। তবে এর বিনিময়ে আপনাকে কিছু স্বেচ্ছাসেবক কাজ করতে হবে। এখানে আপনি ঋষিকেশের মন্দিরগুলি দেখতে পারবেন।
আরও পড়ুনঃ নীল আকাশের মাঝে মেঘের লুকোচুরি! রইল পারফেক্ট হলিডের জন্য উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশনের হদিশ
পরমার্থ নিকেতন: পরমার্থ নিকেতনকেও ঋষিকেশের সুন্দর আশ্রম হিসাবে গণ্য করা হয়। এই জায়গাটি গঙ্গা আরতির জন্য পরিচিত। এখানে কোনও ধর্মীয় কাজে এলে বিনা পয়সায় থাকতে পারবেন। এখানে আপনাকে খাবার এবং পানীয়ের জন্যও অর্থ দিতে হবে না।
রামনাশ্রম: উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতেও বিনামূল্যে থেকে নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ রয়েছে। তামিলনাড়ুতে বেড়াতে গেল অবশ্যই রামনাশ্রমে যান। এখানেও আপনার থাকা-খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে।