Business Idea

Business Idea: হাত খরচের টাকায় শুরু করুন এই ৪ ব্যবসা, লাভ দেখলে চমকে যাবেন

নিউজশর্ট ডেস্কঃ ঘরে বসে ভালো টাকা উপার্জনের চেষ্টা করছেন এখন বহু মানুষ। এর কারণ হলো চাকরির বাজার এখন যত দিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। ব্যবসা(Business) করে নিজেদের রুজি রোজগারের চেষ্টা করছেন সাধারণ মানুষ। অল্প পুঁজিতে কোন ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করেন অনেকেই। আজকের এই প্রতিবেদনে বেশ কিছু ব্যবসার আইডিয়া(Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো।

১) আপনি ব্যবসা করতে চাইলে মাশরুম চাষের ব্যবসা শুরু করতে পারেন। বর্তমানে মাশরুমের চাহিদা বাজারে প্রচুর। বাঙালীদের কাছে মাশরুমের গ্রহণযোগ্যতা তেমন না থাকলেও এখন বহু মানুষ মাশরুমের নানা রকমের খাবার তৈরি করেন। এই চাষে লাভ প্রচুর আছে। যদি উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেন তাহলে সারা বছর ধরেই মাশরুম চাষ করে মোটা টাকা রোজগার করতে পারবেন।

২) মহিলাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটি উপায় হল বিউটি পার্লারে কাজ করা। এই কাজ শিখে নিলে আপনি সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পেয়ে যাবেন। এছাড়া বিউটি পার্লারে গিয়েও কাজ করতে পারেন। এমনকি নিজের ঘরে বসে বিউটি পার্লারের ব্যবসা এগিয়ে নিতে পারেন। তবে মনে রাখবেন এই কাজের ক্ষেত্রে সঠিক জায়গা থেকে সঠিকভাবে ট্রেনিং নিয়ে দক্ষ হয়ে উঠতে হবে।

আরও পড়ুন: Business Idea: ভারতীয় রেলে কাজের সুযোগ, ৩৯৯৯ টাকা দিয়ে এই ব্যবসা করলে মাসে কামাবেন ৮০ হাজার টাকা!

৩) অনেকেই বাড়িতে পায়রা, কোয়েল ইত্যাদি পাখি পুষে থাকেন। বর্তমানে এই পাখি পালনকে নিজের ব্যবসার কাজে লাগাতে পারেন। এর ফলে অনেক টাকা রোজগার হবে আপনার। বাড়ির উঠোনে কিংবা ছাদে খাঁচা তৈরি করে আপনি এই পাখি পালন শুরু করতে পারেন। সঠিকভাবে এই ব্যবসা করতে পারলে প্রতিমাসে মোটা টাকা রোজগার করা সম্ভব হবে।

৪) মহিলাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবসা হল মাল্টি ক্রপিং। আসলে মাল্টি জিনিসেরই আরেকটি নতুন কথা এটি। এতেই আপনি একসাথে অনেক কিছুর ব্যবসা করতে পারেন। যেমন পোশাক আশাক বিক্রি করতে পারেন। ঠিক তার সাথে সাজগোজের নানা রকমের আইটেম বিক্রি করতে পারেন। এর সাথেই আবার বিভিন্ন ধরনের রূপচর্চার প্রোডাক্ট বিক্রি করতে পারেন। একসাথে অনেকগুলো ব্যবসা করলে আপনি ভালো রোজগারের উপায় পেয়ে যাবেন।

Avatar

Papiya Paul

X