Business Idea

Papiya Paul

Business Idea: ভারতীয় রেলে কাজের সুযোগ, ৩৯৯৯ টাকা দিয়ে এই ব্যবসা করলে মাসে কামাবেন ৮০ হাজার টাকা!

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষই এখন চাকরির পরিবর্তে ব্যবসার(Business) দিকে নজর দিচ্ছেন। আপনিও যদি একটি ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে এখন ভারতীয় রেল(Indian Railways) আপনাকে অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে। এমনকি এই রেলওয়ে আপনাকে প্রত্যেক মাসে ৮০ হাজার টাকা পর্যন্ত আয় করার সুযোগ দিচ্ছে। আজকের প্রতিবেদনে এই বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো।

   

এর জন্য আপনাকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসি(IRCTC) ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে হবে। এই ব্যবসা কিভাবে আপনি শুরু করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আইআরসিটিসি হল রেলওয়ের একটি পরিষেবা। এর মাধ্যমে ট্রেনের বুকিং সহ আরো অনেক সুবিধা পাওয়া যায়।

আইআরসিটিসি-এর সাহায্যে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা আয় করতে পারেন আপনি। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। ঘরে বসেই রয়েছে এই আয় করার সুযোগ। আপনাকে শুধু একজন টিকিট এজেন্ট হতে হবে। রেলওয়ে কাউন্টারে ক্লার্করা যেমন টিকিট কাটে, ঠিক তেমনি আপনাকেও যাত্রীদের টিকিট কাটতে হবে। অনলাইনে টিকিট বুক করতে আপনাকে আইআরসিটিসির ওয়েবসাইটে যেতে হবে এবং এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে হবে।

আরও পড়ুন: Business Idea: এই ইউনিক ব্যবসা শুরু করলেই সোনায় সোহাগা! ১০০ টাকার জিনিস বেচবেন ২৫০ টাকায়

আপনার আবেদন সঠিক হলে আপনি একজন অনুমোদিত টিকিট বুকিং এজেন্ট হবেন। এর ফলে আপনি সমস্ত ধরনের ট্রেনের টিকিট বুক করতে পারবেন। যার মধ্যে থাকবে TATKAL, RAC ইত্যাদি। আর আইআরসিটিসি’র এই টিকিট বুকিং এজেন্টরা মোটা টাকায় কমিশন পান।

কত টাকা করে কমিশন মিলবে?

আপনি যদি একজন এজেন্ট হন এবং একজন যাত্রীর জন্য নন-এসি কোচে টিকিট বুক করেন তাহলে আপনি প্রত্যেক টিকিটের জন্য ২০ টাকা করে কমিশন পাবেন। যদি এসি ক্লাসের টিকিট বুক করেন তাহলে প্রত্যেক টিকিটে ৪০ টাকা কমিশন পাবেন। টিকিটের মূল্যের এক শতাংশও এজেন্টদের দেওয়া হয়।

Indian Railways

আরও পড়ুন: Business Idea: একগাদা পুঁজি নয়, মাত্র ২৫০ টাকাতেই শুরু করুন এই ব্যবসা, মাসে মাসে হু হু করে ঢুকবে টাকা

শর্তাবলী: তবে এক বছরের এজেন্ট হওয়ার জন্য আপনাকে আইআরসিটিসিকে ৩৯৯৯ টাকা ফি দিতে হবে। আপনি যদি দু বছরের জন্য এজেন্ট হতে চান তাহলে ৬৯৯৯ টাকা দিতে হবে। আরেকটি বিষয় হলো এজেন্ট হিসেবে আপনাকে মাসে ১০০ টি টিকিট বুক করার জন্য প্রত্যেক টিকিটে ১০ টাকা ফি দিতে হবে। আর ১০১ থেকে ৩০০ টি টিকিট বুক করলে আপনাকে প্রত্যেক টিকিটে ৮ টাকা দিতে হবে এবং 300 টির বেশি টিকিট বুকিং করলে আপনাকে প্রত্যেক টিকিট প্রতি ৫ টাকা ফি দিতে হবে।