রোজ ২জিবি ডেটা, আনলিমিটেড কলিং, Jio, Airtel, BSNL, VI ১৯৯ টাকার প্ল্যানে কে সেরা?

নিউজশর্ট ডেস্কঃ দেশের চারটি অন্যতম বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও(Jio), ভোডাফোন আইডিয়া(VI), এয়ারটেল(Airtel) এবং বিএসএনএল(BSNL)। এই চারটি সংস্থার মধ্যে একে অপরকে টক্কর দেওয়ার লড়াই দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রতিটি সংস্থা তার গ্রাহকদের ভালো পরিষেবা দেওয়ার জন্য নিত্যনতুন অফার নিয়ে আসে। তেমনি একটি অফার ১৯৯ টাকার প্ল্যান। চারটি কোম্পানির ১৯৯ টাকার একটি অফার রয়েছে তবে প্রত্যেকেরই অফারের সুবিধা আলাদা।

চলুন তাহলে দেখে নেওয়া যাক ১৯৯ টাকার প্ল্যানে কোন কোম্পানি কি অফার দিচ্ছে:
BSNL-এর ১৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধার পাশাপাশি দৈনিক ২ জিবি করে ডাটা এবং ১০০ টি এসএমএসের সুবিধা পাবেন। প্রতিদিন ২ জিবি ডেটা শেষ হয়ে যাবার পর ইন্টারনেটের গতি ৪০কেবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানের বৈধতা থাকবে ৩০ দিন পর্যন্ত।

VI-এর ১৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের ক্ষেত্রে গ্রাহকেরা প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট পাবেন। এর সঙ্গে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা রয়েছে। এই প্ল্যানের বৈধতা থাকবে ১৮ দিন পর্যন্ত।

Bharti Airtel-এর ১৯৯ টাকার প্ল্যান: যেখানে মিলবে মোট ৩ জিবি ডাটা এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সাথে ৩০০ টি এসএমএস। এই প্ল্যানের বৈধতা থাকবে ৩০ দিন পর্যন্ত। তবে এই প্ল্যানে অতিরিক্ত দেওয়া হচ্ছে হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিক-এর ফ্রি সাবস্ক্রিপশন।

আরও পড়ুন: জলের দামে মার্কেটে আসছে Jio Phone, সাথেই রয়েছে ৭ টি দুর্দান্ত রিচার্জ প্ল্যান

JIO-এর ১৯৯ টাকার প্ল্যান: এই প্লানের ক্ষেত্রে গ্রাহকেরা প্রত্যেকদিন ১.৫ জিবি করে ডাটা পাবেন। এর সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএস-এর সুবিধা রয়েছে। জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন আছে। এই প্ল্যানের বৈধতা থাকবে ২৩ দিন পর্যন্ত।

Avatar

Papiya Paul

X