সহজেই টক্কর দেবেন বৌমাদের, বাংলা সিরিয়ালের এই ৫ শ্বাশুড়ির গ্ল্যামার দেখলে চোখ সরাতে পারবেন না

নিউজশর্ট ডেস্কঃ Bangla Serial Hot Mother-In-Law: বাংলা সিরিয়ালে(Bangla Serial) নায়ক-নায়িকা ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো শ্বাশুড়ির(Mother-In-Law)। কোনো সিরিয়ালে যেমন বৌমা-শাশুড়ির ঝগড়া চলে তেমনি কোনো সিরিয়ালে আবার শাশুড়ি বৌমাকে মেয়ে মনে করে। তবে বর্তমানে খুব কম বয়সেই শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রীদের। কিন্তু বাস্তবে তারা সবসময় হট এন্ড বোল্ড। আজকের এই প্রতিবেদনে বাংলা সিরিয়ালের এমনই ৭ জন সুন্দরী শাশুড়িদের সম্পর্কে আপনাদেরকে জানাবো।

লাবণ্য সেনগুপ্ত (Laabonyo Sengupta): বাংলা টেলিভিশনের এই মুহূর্তের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। আর এখানে একজন ভালো শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন লাবণ্য সেনগুপ্ত ওরফে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। পর্দায় তিনি শাড়ি পড়ে থাকলেও বাস্তব জীবনের সুপার হট লেডি।

তিতিরের শ্বাশুড়ি: জি বাংলার আরেক জনপ্রিয় সিরিয়াল মন দিতে চাই। এখানে নায়িকা তিতিরের সৎ শাশুড়ি মালেনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জী। বাস্তব জীবনে তিনি কিন্তু ওয়েস্টার্ন লুকে থাকতে বেশি পছন্দ করেন।

ইন্দিরার শাশুড়ি: স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের নায়িকা ইন্দিরার সৎ শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন স্বাগতা মুখার্জি। ধারাবাহিকের খোলস ছেড়ে বেরোলে তিনি হট এন্ড স্টাইলিশ।

চনুর মা: জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’। এখানে ললিতা দত্ত চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। সারাক্ষণ আটপৌড়ে শাড়ি পড়ে গৃহবধূ সেজে পর্দায় উপস্থিত হলেও বাস্তব জীবনে তিনি কিন্তু ওয়েস্টার্ন লুকে অনুরাগীদের সামনে ধরা দেন।

ঋদ্ধির মা: একসময় স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ছিল ‘গাঁটছড়া’। এখানে ঋদ্ধির মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জুন মালিয়া। তাকে দেখে বোঝার উপায় নেই বাস্তবে তার বয়স কত। স্টাইলিশ লুকে পর্দায় হাজির হন অভিনেত্রী।

 

Papiya Paul

X