নিউজ শর্ট ডেস্ক: প্রত্যেক মাসের শুরুতেই সরকারের তরফ থেকে আনা হয় একগুচ্ছ নতুন নিয়ম। ঠিক তেমনই আগামী জানুয়ারি মাসেও আসতে চলেছে কয়েকটি নতুন নিয়ম। যার ফলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ সেরে না ফেললে বিপদে পড়তে হবে সাধারণ মানুষকেই। তাই সময় থাকতেই ব্যাঙ্কের লকার (Bank Locker) থেকে ইউপিআই পেমেন্ট (UPI Payment) সেরে ফেলুন এই পাঁচ জরুরি কাজ।
ব্যাঙ্কের লকার
ব্যাঙ্কের লকার সংক্রান্ত নতুন নিয়মে আসছে বড়সড় পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের লকার চুক্তি স্বাক্ষর করার শেষ তারিখ ২০২৩-এর ৩১ ডিসেম্বর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ক এবং গ্রাহকদের মধ্যে হওয়া চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে গ্রাহকেরা লকারে কী ধরনের জিনিস রাখতে পারবেন।
ইউপিআই নম্বর
ন্যাশন্যাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া নির্দেশিকা অনুযায়ী নতুন নিয়ম না মানলে নতুন বছরেই অর্থাৎ ২০২৪-এর ১ জানুয়ারি থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে ইনঅ্যাক্টিভ পেমেন্টস ইন্টারফেস আইডি যা ইউপিআইয়ের নম্বর ৷ তাই যদি কোনো গ্রাহকের ব্যাঙ্কের ইউপিআই সক্রিয় করা থাকলেও সেখানে কোনো লেনদেন না হয় তাহলে সেগুলি ৩১ ডিসেম্বর ২০২৩-এর পর নিষ্ক্রিয় হয়ে যাবে ৷
নমিনি:
এখনও পর্যন্ত যদি কারও ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্টের নমিনি না থাকে তাহলে দেরি না করে ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে নমিনেশনের কাজ সম্পন্ন করতে হবে। সেবির পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৩-এর ৩১ ডিসেম্বরের মধ্যে নমিনেশনের কাজ শেষ না হলে সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হবে৷
আরও পড়ুন: লাগবে মাত্র ১৫ হাজার টাকা পুঁজি, কলা দিয়ে এই ইউনিক ব্যবসায় হবেন লাখপতি
আয়কর রিটার্ন:
কেউ যদি আয়কর রিটার্ন ফাইল করার ডেডলাইন মিস করে থাকেন তাহলে তাঁদের জন্য থাকছে আরও একটি সুযোগ। ২০২২-২৩ ও ২০২৩-২০২৪-এর আয়কর রিটার্ন ফাইল করতে হবে ৷
অমৃত কলস স্কিম
দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই ৷ স্পেশ্যাল ডিপোজিট স্কিম বা স্টেট ব্যাঙ্ক অমৃত কলস ডিপোজিট স্কিম জন্য শেষদিন হিসাবে ধার্য করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ ৷এই অমৃত কলস ডিপোজিটের ক্ষেত্রে আগের দিন ছিল ১৫ অগাস্ট ২০২৩, সেই সময় বৃদ্ধি করে বর্ধিত হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৩ ৷