5 Offbeat Sea Beach Destinations

Partha

নামমাত্র খরচেই ছুটি জমজমাট! সপ্তাহান্তে ঘোরার জন্য রইল কলকাতার কাছের ৫ সমুদ্রসৈকতের হদিশ

নিউজশর্ট ডেস্কঃ রোজকার ব্যস্ত জীবন থেকে ছুটি পেলেই মনটা চাই একটু ঘুরু ঘুরু (Travel) করতে। বিশেষ করে কাছেই যদি থাকে মনের মত সমুদ্রসৈকত তাহলে তো আর কথাই নেই! ভাবছেন দিঘা কিংবা বকখালীর কথা বলছি? না একেবারেই না। এক থেকে দু দিনের ছুটি কাটাতে চাইলে একাধিক সুন্দর সমুদ্র সৈকত (Sea Beach Destinations) রয়েছে যেখানে কম খরচেই দুর্দান্ত ছুটি কাটানো যেতে পারে। আজকের প্রতিবেদনে এমনই ৫ টি জায়গার হাদিসে দেব আমরা।

   

ডুবলাগরি সুমদ্রসৈকত : সম্প্রতিকালে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে ডুবলাগরি সমুদ্র সৈকত। একদিকে যেমন নির্জন বিচ তেমনি রয়েছে বিশাল ঝাউবন। বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই বিচের সৌন্দর্য সত্যিই মনমুগ্ধকর। কাছেই রয়েছে হোটেল যেখানে ঘরভাড়া  কিংবা ক্যাম্পিং করা যেতে পারে। সাথে থাকা খাওয়ার সমস্ত রকম ব্যবস্থাও আছে।

যদি কেউ ডুবলাগরি আসতে চান তাহলে ট্রেনে প্রথমে হাওড়া থেকে বালেশ্বর স্টেশন আসতে হবে। তারপর সেখান থেকে অটো বা টোটো বা প্রাইভেট গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন ডুবলাগরি। তাছাড়া নিজস্ব গাড়িতেও পৌঁছে যেতে পারেন ডুবলাগরি। বন্ধুদের সাথে কিংবা প্রিয়জনকে নিয়ে ২ দিনের ছুটি কাটানোর জন্য এটি সেরা জায়গা হতে পারে।

Dublagari Sea Beach

যমুনাসল : কলকাতা থেকেই ওড়িশার দূরত্ব খুব একটা বেশ নয়, ট্রেন হোক বা গাড়ি ৪ ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় পাশের রাজ্যে। ওড়িশার একটি অফবিট ডেস্টিনেশন হল যমুনাসল। যেখানে গেলেই আপনি মানুষের কোলাহল নয় শুনতে পাবেন সমুদ্রের গর্জন। যারা সমুদ্রপ্রেমী তারা সকাল সন্ধ্যা এই সমুদ্রের ধারে বসেই কাটাতে পারেন ঘন্টার পর ঘন্টা। বিশেষ করে রাতের বেলায় নীরবতা ভাঙা সমুদ্রের গর্জন যেন আলাদাই অনুভূতি সৃষ্টি করে।

আপনি যদি ট্রেনে করে যমুনাসল যেতে চান তাহলে প্রথমেই আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরে বাস্তা স্টেশনে নামতে হবে। সেখান থেকে ভাড়া গাড়িতে ৩১ কিমি মত দূরেই রয়েছে এই জায়গা। এছাড়াও যদি নিজস্ব গাড়িতেও সোজাসুজি পৌছে যেতে পারেন।

আরও পড়ুনঃ এ যেন সবুজের মোড়া ‘মিনি অ্যামাজন’! রইল কলকাতার কাছেই সেরা উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ

লাল কাঁকড়ার বিচ : সমুদ্রের কথা উঠলে দিঘা, মন্দারমণি সবার মুখে চলে আসে। তবে মন্দারমনি থেকে আরেকটু গেলেই আছে পুরুষোত্তম গ্রাম। সেখানেই আছে এক দুর্দান্ত সুন্দর অফবিট ডেস্টিনেশন, যাকে লোকে লাল কাঁকড়ার বিচ বলেও চেনেন। যারা ভিড়ভাট্টা থেকে দূরে একটু নিরিবিলিতে ছুটি কাটাতে চান তাদের জন্য এই জায়গা একেবারে আদর্শ।

এখানে আসতে হলে দিঘাগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন। তারপর চাউলখোলা স্টেশনে নামতে হবে, সেখান থেকে টোটো বা অটো ভাড়া করলেই পৌঁছে যাবেন লাল কাঁকড়ার বিচে। এরপর সেখানে বিচে মজা করুন আর থাকার জন্য ক্যাম্প থেকে হোটেল সবই রয়েছে।

লালগঞ্জ বিচ : বর্ষায় উত্তাল সমুদ্র দেখতে চান? তাহলে অফবিট এই সমুদ্র সৈকত আপনার পছন্দ হবেই। টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে নামখানা সকলের কাছেই বেশ পরিচিত। তবে নামখানা থেকে আরেকটু এগিয়ে গেলেই পাওয়া যাবে লালগজ্ঞ সমুদ্রসৈকত। তাছাড়া এই বিচটি কলকাতা থেকেও অনেকটাই কাছে। নিজস্ব গাড়ি থাকলে মাত্র ১২০ কিমি ড্রাইভ করলেই আপনি পৌঁছে যেতে পারবেন লালগজ্ঞ সমুদ্র সৈকতে। এছাড়া নামখানা পর্যন্ত ট্রেনে করে যাওয়ার পর সেখান থেকে টোটো বা ভাড়া গাড়িও করে নিতে পারেন।

বগুড়ান জলপাই : অফবিট জায়গা বলতে ঠিক যেমনটা বোঝাই তার উৎকৃষ্ট উদাহরণ হল বগুড়ান জলপাই। আসলে এই জায়গাটি ঝাউবনে ঘেরা একটা ছোট্ট দ্বীপ। তাই একদিকে যেমন মানুষ এই জায়গার সম্পর্কে কম জানেন তেমনি পর্যটকের সংখ্যাও খুব কম। তাই দিঘার বদলে যদি অফবিট সমুদ্র সৈকত খোঁজেন তাহলে বগুড়ান জলপাই আপনার দারুন পছন্দ হবে।

একদিকে যেমন শান্ত সমুদ্র তেমনি রাতে চাঁদের সোনালী আলোয় যেমন মোহময়ী সুন্দর হয়ে ওঠে চারিদিক। আপনি যদি এখানে আসতে চান তাহলে কাঁথি দিঘা বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে টোটো বা ভাড়া কোনো গাড়ি করে এখানে পৌঁছে যাওয়া যায়।