বলিউড হোক কি টলিউড, প্রতিটি শিল্পীরই একটি স্বপ্ন থাকে যে তার ছবি সুপারহিট হোক, তাদের খ্যাতি ছড়িয়ে যাক দেশ বিদেশ সর্বত্র। আর খ্যাতির জন্য বহু পাকিস্তানি শিল্পী বলিউডে কাজ করার জন্য মরিয়া হয়ে ওঠেন। অনেকে ইতিমধ্যে কাজ করেও ফেলেছেন। এমনই কিছু পাকিস্তানি শিল্পীর কথা বলব আজকের প্রতিবেদনে।
১. আলী জাফর : পাকিস্তানের সেরা অভিনেতাদের তালিকায় রয়েছে আলি জাফরের নাম। তবে ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘চশমে বদ্দুর’, ‘কিল দিল’, ‘তেরে বিন লাদেনে’র মত বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেছেন তিনি। সাথে নিয়ে গেছেন প্রচুর টাকাও।
২. ফাওয়াদ খান : পাকিস্তানি বিনোদন জগতের বড় তারকা ফাওয়াদ খানও বলিউডে কাজ করেছেন। ‘খুবসুরত’, ‘এ দিল হ্যায় মুশকিল’ এবং ‘কাপুর অ্যান্ড সন্স’র মতো ছবিতে কাজ করেছেন ফাওয়াদ।
৩. মাহিরা খান : পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী কিং খান শাহরুখ খানের ‘রইস’ চলচ্চিত্রে কাজ করে বলিউডে নিজের ছাপ ফেলেছিলেন। তবে এরপর থেকে মাহিরা খানকে আর বলিউডে দেখা যায়নি।
৪. ইমরান আব্বাস নকভি : পাকিস্তানি শিল্পী ইমরান আব্বাস নকভিকে দেখা গেছে ‘ক্রিয়েচার’ এবং ‘জানিসার’ ছবিতে। যদিও বর্তমানে বলিউডের সাথে আর কোনো সম্পর্ক নেই তার।
৫. মাওরা হুসাইন : পাকিস্তানি শিল্পী মাওরাকে দেখা গিয়েছিল বলিউড সিনেমা ‘সনম তেরি কসম’এ। তবে ভারত সরকার পাকিস্তানি শিল্পীদের ব্যান করার পর তিনি ফিরে গেছেন নিজের দেশে।