5 Places in India where Indians are not allowed

ভারতীয় হলেও দেশের এই ৫ ‘সুন্দর’ জায়গায় যেতে পারে না কেউ! রয়েছে কড়া নিষেধ

নিউজশর্ট ডেস্কঃ ভারত এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দরতম দেশগুলির মধ্যে একটি। পাহাড়-সমুদ্র-জঙ্গলে ঘেরা এই সুন্দর দেশে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দেশ-বিদেশ থেকে মানুষ ছুটে আসেন। তবে ভারতেই এমন কিছু জায়গা আছে ,যেখানে ভারতীয়রা প্রবেশ করতে পারেন না।

জীবনের একঘেয়েমি কাটিয়ে উঠতে সকলেই পাড়ি দেন ভ্রমণের উদ্দেশ্যে। পাহাড় হোক বা সাগর, যেকোনো মনোরম স্থানে গিয়ে প্রান খুলে নিশ্বাস নিতে চান সকলেই। তবে এমন কিছু জায়গা আছে যেখানে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। তবে সেই জায়গা বিদেশে নয়, আছে ভারতের মাটিতেই। কেন সেখানে প্রবেশ পারেন না ভারতীয়রা? তা বিশদে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে।

কোন জায়গায় ভারতীয়দের প্রদেশ নিষেধ?

আমাদের দেশে এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র বিদেশিরা যেতে পারেন, কিন্তু ভারতীয়দের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি সেখানে ভুল করে প্রবেশ করলেও জেল ও জরিমানা দুই-ই হতে পারে। এবার এক নজরে দেখে নেওয়া যাক সেই জায়গাগুলি।

UNO HOtel

উনো-ইন হোটেল, বেঙ্গালুরু: এই হোটেলটি ২০১২ সালে তৈরি করা হয়েছিল, যেখানে জাপানে রীতির ও সংমিশ্রণের ছোঁয়া লেগে আছে। তবে কয়েক বছর পর কোন এক ঘটনার কারণে জাতিগত বৈষম্যের অভিযোগ ওঠে। কিন্তু সেই থেকে এই হোটেলটিতে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

কাসোল গ্রাম, হিমাচল প্রদেশ: এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামটিতে এলে মনে হবে আপনি কোন বিদেশে পৌঁছে গেছেন। এখানে ইসরাইলে তরুণ-তরুণীরা আর্মি ট্রেনিং নেওয়ার পর কয়েকদিন এই গ্রামে ছুটি কাটাতে আসেন। একবার কয়েকজন ভারতীয় যুবক তাদের উত্যক্ত করায় ২০১৫ সাল থেকে এই গ্রামে ভারতীয়দের আসা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

ফরেইনারর্স ওনলি, গোয়া: গোয়া সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এবং প্রচুর রেস্তোরাঁও রয়েছে। তবে এখানে এমন একটি সমুদ্রতট রয়েছে যেখানে ভারতীয়দের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যাতে বিদেশীরা খোলামেলাভাবে মেলামেশা করতে পারেন। আসলে এই আচার-আচরণ ভারতীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে, সমাজ আরও দূষিত হয়ে পড়বে।

Foreigners only goa

ফরেইনারর্স ওনলি, পুদুচেরি: গোয়ার মতোই পুদুচেরি ও সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এবং এখানেও অনেক রেস্তোরাঁ রয়েছে, যার অধিকাংশই বিদেশীদের জন্য সংরক্ষিত। এই সমুদ্র সৈকতে সারা বছর অসংখ্য বিদেশি পর্যটক ভিড় করেন বলে সেখানে ভারতীয়দের যাওয়ার অনুমতি দেওয়া হয় না।

হাইল্যান্ডস লজ, চেন্নাই: হাইল্যান্ডস নামে চেন্নাইয়ে একটি লজ রয়েছে, সেখানে কেবল বিদেশিদেরই প্রবেশের অনুমতি রয়েছে অর্থাৎ যাদের কাছে বিদেশি পাসপোর্ট রয়েছে।

Avatar

Koushik Dutta

X