বলিউড,বিনোদন,টলিউড,রিমেক,দাবাং,পিঙ্ক,ও মাই গড,Bollywood,Entertainment,Tollywood,Remake,Dabaang,Pink,Oh My God

Moumita

শুধু বলিউডই নয়, এই ৫ টি বলিউড ছবির রিমেক বানিয়ে বক্স অফিস কাঁপিয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রি

করোনা পরবর্তীকালে একদিকে যেখানে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে বলিউড ছবিগুলি অপরদিকে রীতিমত তান্ডব চালাচ্ছে দক্ষিণী ছবিগুলি। কিছুদিন আগেই এইরকমই এক পরিস্থিতির মুখে পড়েছিলো দুই ইন্ডাস্ট্রি। একের পর এক বলিউড ছবি ফ্লপ হওয়ায় প্রশ্ন উঠেছিলো অভিনেতা, পরিচালক, নির্মাতা নির্বিশেষে বলিউডের সমস্ত কলাকুশলীদের উপর। চুলচেরা বিশ্লেষণ চলছিলো বলিউডের। মানুষ তো এটাও বলছিলো যে, বি টাউনের নিজস্ব কিছুই নেই, যা কিছু বা ভালো আছে তাও আবার দক্ষিণের রিমেক। তবে জানিয়ে রাখি, শুধু বলিউডই নয়, রিমেকে পিছিয়ে নেই টলিউডও। আজ এই প্রতিবেদনে এমন কিছু সাউথ ছবির কথা বলতে যাচ্ছি যেগুলি আসলে বলিউড ছবির রিমেক।

   

১. পিঙ্ক :- তাপসী পান্নু এবং অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি ছবি পিঙ্ক প্রেক্ষাগৃহে ব্যাপক হিট হয়েছিল। ছবিটির নজরকাড়া সাফল্য দেখে ছবিটি ‘উকিল সাব’ শিরোনাম দিয়ে তেলুগুতে পুনঃনির্মাণ করা হয়‌।

বলিউড,বিনোদন,টলিউড,রিমেক,দাবাং,পিঙ্ক,ও মাই গড,Bollywood,Entertainment,Tollywood,Remake,Dabaang,Pink,Oh My God

2. লাগে রাহো মুন্নাভাই :- মুন্না ভাই এমবিবিএস-এর পরবর্তী পার্ট ‘লাগে রাহো মুন্নাভাই’ মুন্না ভাই ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শকমহলে। এই ফিল্মটিও তেলুগুতে ‘ফ্যান্টাস্টিক দাদা এমবিবিএস’ নামে পুনর্নির্মাণ করা হয়েছিল।

বলিউড,বিনোদন,টলিউড,রিমেক,দাবাং,পিঙ্ক,ও মাই গড,Bollywood,Entertainment,Tollywood,Remake,Dabaang,Pink,Oh My God

3. লাভ আজ কাল :- ইমতিয়াজ আলি পরিচালিত প্রথম দিকের ছবি ‘লাভ আজ কাল’। ছবিটি প্রেক্ষাগৃহে বিশেষ সাড়া না পেলেও পরবর্তীকালে ওটিটি প্লাটফর্মে এবং টেলিভিশনে দারুন জনপ্রিয়তা পেয়েছিলো। পরবর্তীকালে ‘তিন মার’ নামে রিমেক করা হয় ছবিটির। মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পবন কল্যান।

বলিউড,বিনোদন,টলিউড,রিমেক,দাবাং,পিঙ্ক,ও মাই গড,Bollywood,Entertainment,Tollywood,Remake,Dabaang,Pink,Oh My God

4. দাবাং :- দাবাং হল বলিউডের সর্বোচ্চ আয় করা পুলিশ-কমেডি ছবি। চুলবুল পান্ডের চরিত্রে, সালমান খান কমেডি এবং অ্যাকশনকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন ছবিতে। এই ছবির নজীরবিহীন সাফল্য দেখে তেলেগুতে গব্বর সিং’ নামে রিমেক করা হয়। রিমেক ছবিটিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল পবন কল্যাণকে।

বলিউড,বিনোদন,টলিউড,রিমেক,দাবাং,পিঙ্ক,ও মাই গড,Bollywood,Entertainment,Tollywood,Remake,Dabaang,Pink,Oh My God

5. ও ভাই গড :- অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের ছবি ‘ওহ মাই গড’ ব্যাপক সাড়া ফেলেছিলো সিনেমাপ্রেমীদের মধ্যে। ছবিটি নিয়ে বহু জায়গায় বিতর্ক তৈরি হলেও ছবিটি দারুন হিট হয়েছিলো। এবং পরবর্তীকালে ‘গোপালা গোপালা’ নামে পুনর্নির্মান করা হয় তেলেগুতে। ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পবন কল্যান এবং ভেঙ্কটেশকে।