পার্থ মান্নাঃ বাঙালির সবচেয়ে বড় উৎসব হল দুর্গোৎসব। বছরের এই ৪-৫টা দিনের জন্য ৩৬৫ দিন অপেক্ষায় থাকে সকলে। যে কারণে পুজোর আগেই শুরু হয় জমিয়ে শপিং, এমনকি পুজোর সময় রেস্তোরায় খাওয়া থেকে নানান খরচ থাকে। এই সমস্ত খরচ যাতে পকেটে টান না ফেলে তার জন্য অনেকেই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন। তবে সেক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। নাহোলেই ঘর বিপদ হতে পারে। আজকের প্রতিবেদনে সেই জিনিসগুলো সম্পর্কেই জানাবো।
১. আপনার বাজেট আগেই নির্ধারণ করুন
পুজোর সময় কেনাকাটার জন্য যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনাকে আগে থেকেই একটা বাজেট ভেবে রাখা উচিত। কারণ পছন্দ হতে থাকলে অনেক সময় মানুষ সাধ্যের বাইরে গিয়েও শপিং করে ফেলে। সেক্ষেত্রে তখন বুঝতে না পারলেও পরবর্তীকালে মোটা অংকের বিল হয়ে যায় যেটা আগামীতে ঋণে পরিণত হয়ে যেতে পারে।
২. ক্রেডিট লিমিটের উপর নজর রাখুন
যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের অনেকেই হয়তো জানেন না একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্রেডিট কার্ডের খরচ সীমিত রাখতে হয়। সেটা না হলে অদূর ভবিষ্যতে আপনার আর্থিক সমস্যা দেখে দিতে পারে। সাধারণত আপনার মোট অ্যাভেলেবল ক্রেডিটের ৩০% পর্যন্তই খরচ করা উচিত। তাই খরচ যদি এর বেশি হয় তাহলে সেটা যতটা দ্রুত সম্ভব কমানোর চেষ্টা করুন।
৩. অন টাইম বিল পেমেন্ট
ক্রেডিট কার্ড ব্যবহার করলে মাসের একটা নির্দিষ্ট তারিখে তার বিল জেনারেট হয়। এরপর ২০ দিন মত সময় দেওয়া হয় সেটা পেমেন্ট করার জন্য। তবে বিল জেনারেটর ডেট প্রতিটা মানুষের ক্ষেত্রে ভিন্ন হয় তাই উৎসবের সময় যদি কারোর বিলিং ডেট থাকে তাহলে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর যথাসময়ে পেমেন্ট করতে হবে।
৪. সুদের হার
আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে অতিরিক্ত কেনাকাটি করে ফেলেন তাহলে সেটাকে সহজেই EMI তে কনভার্ট করার অপশন দেওয়া হয় অনেক সময় কার্ড কোম্পানির তরফ থেকে। তবে সেক্ষেত্রে আপনাকে আগে দেখে নিতে হবে EMI করার জন্য কত শতাংশ সুদ নেওয়া হচ্ছে। যদি অতিরিক্ত টাকা সুদ নেওয়া হয় তাহলে সেটা EMI না করে সব সমেত পেমেন্ট করে দেওয়াটাই শ্রেয়।
৫. ক্রেডিট কার্ড দিয়ে ক্যাশ তোলা থেকে বিরত থাকুন
ক্রেডিট কার্ডে কেনাকাটার লিমিট ছাড়াও একটা ক্যাশ উইথড্র লিমিট থাকে। বিপদে পড়লে অনেকেই ক্রেডিট কার্ডের দ্বারা ATM কার্ড থেকে টাকা তুলে নেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুললেই সেটা ৩৬% বা তারও বেশি হারে সুদ চাপাতে শুরু করে। তাই একান্ত প্রয়োজন ছাড়া কখনোই ক্রেডিট কার্ড দিয়ে ATM থেকে টাকা তোলা উচিত না।