Amrit Bharat

anita

Amrit Bharat: ঝড়ের বেগে আসছে আরও ৫০ টি অমৃত ভারত এক্সপ্রেস! থাকছে ৩ টি বিরাট চমক

নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের লাইফ লাইন। প্রতিনিয়ত রেল যাত্রীদের উন্নত মানের আরামদায়ক পরিষেবা দেওয়ার জন্য প্রতি মুহূর্তে নিত্য নতুন পরিকল্পনা গ্রহণ করে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

   

খুব কম খরচে দ্র্রুত যে কোনো গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যাত্রীদের প্রথম পছন্দ ভারতীয় রেল। এবার নতুন অর্থবর্ষে  যাত্রীদের জন্য রেল কর্তৃপক্ষের তরফে আনা হয়েছে এক বড় চমক। সম্প্রতি মোট ৫০ টি অমৃত ভারত ট্রেন (Amrit Bharat Train) চালানোর কথা ঘোষণা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। আর এই সমস্ত ট্রেনে থাকবে স্লিপার জেনারেল কোচ। এই ট্রেনগুলি আগামী দিনে সাধারণ রেল যাত্রীদের জন্য একেবারে উপযুক্ত হতে চলেছে।

পুল-পুশ প্রযুক্তিতে তৈরী এই অমৃত ভারত ট্রেনগুলি জাফরান রঙের। এই ট্রেনগুলো আরামসে  ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চালানো যাবে। জানা যাচ্ছে উচ্চ গড় গতির কারণে, এই ট্রেনগুলি আগামী দিনে  রাজধানী এক্সপ্রেসের থেকেও কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছাবে। এই অমৃত ভারত ট্রেনের কোচের সুযোগ-সুবিধা মেইল-এক্সপ্রেসের থেকেও অনেক ভালো হবে।

অমৃত ভারত ট্রেন,Amrit Bharat Train,ভারতীয় রেল,Indian Railways,৫০ টি অতিরিক্ত,50 Extra,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন চলতি অর্থবর্ষে অমৃত ভারত ট্রেনে মোট ১২৩০টি কোচ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে স্লিপার ক্যাটাগরিতে ৬০০ কোচ, জেনারেল ক্যাটাগরিতে ৪৪০ কোচ এবং গার্ড-স্লিপার ক্যাটাগরিরতে থাকবে ১৩০টি কোচ। চলতি আর্থিক বছরে মোট ৫০টি অমৃত ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কোটিপতি হওয়ার সহজ মন্ত্র জানেন? রোজ মাত্র ১০০ টাকা জমলেই হবে স্বপ্নপূরণ

এই অমৃত ভারত ট্রেনের  টয়লেটের ডিজাইন হবে বন্দে ভারত ট্রেনের আদলেই। সবচেয়ে মজার বিষয় হল প্ল্যাটফর্মে না নেমেই কোচের ভেতর থেকে শেষ কোচ পর্যন্ত পৌঁছানো যায়। এখন যদিও নন-এসি কোচে এই সুবিধা নেই। তবে এই ট্রেনের লাগেজ র্যাক উঁচু এবং চওড়া। অমৃত ভারত ট্রেনগুলি এমনভাবে তৈরি করা হবে যাতে কোনও ধাক্কা না লাগে। এতে থাকবে আধা স্থায়ী কাপলার। এটি এলএইচবি প্রযুক্তির উন্নত সংস্করণ।

অমৃত ভারত ট্রেন,Amrit Bharat Train,ভারতীয় রেল,Indian Railways,৫০ টি অতিরিক্ত,50 Extra,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

উল্লেখ্য এই ট্রেনে পুল-পুশ প্রযুক্তি থাকার কারণে ট্রেনের গড় গতি রাজধানী এক্সপ্রেসের চেয়েও বেশি হবে। তাছাড়া ভাড়াও হবে রাজধানীর তুলনায় কম।তবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর সমস্ত ধরনের সুযোগ-সুবিধার  এবং দ্রুত ভ্রমণের জন্য অমৃত ভারত ট্রেনের ভাড়া মেইল-এক্সপ্রেসের তুলনায় ১৫ থেকে ১৭ শতাংশ বেশি হবে।