AC

Papiya Paul

AC: ইলেকট্রিক বিলের ভয়ে এসি চালাচ্ছেন না? রোজ ৮ ঘন্টা এসি চালালে কত বিল আসবে? হিসেব দেখুন

নিউজশর্ট ডেস্কঃ এই গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তাই গরমের হাত থেকে রেহাই পাবার জন্য অনেকেই বাড়িতে এসি লাগিয়ে ফেলেছেন। কেউ কেউ আবার এসি(AC) লাগানোর কথা ভাবছেন। কিন্তু ইলেকট্রিক বিল(Electric Bill) অনেক আসবে ভেবে পিছিয়ে যাচ্ছেন।

   

তবে এসি কেনার আগে ঘরের মাপ দেখে এসি কিনতে হয়। ঘর বড় হলে অবশ্যই দেড় টন এসি কেনা উচিত। অনেকেই আছেন যারা বিদ্যুতের বিলের ভয়ে বাড়িতে সারা রাত এসি চালান না। এমনকি দিনেও খুব বুঝেশুনে এসি চালান। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে একটি সহজ হিসাব জানাবো।

যেখানে একটি দেড় টন এসি রোজ যদি ৮ ঘন্টা করে চালানো হয়, তাহলে মাসের শেষে কত টাকা বিল আসতে পারে?
যদি আপনি ইনভার্টার টেকনোলজির দেড় টনের LG এসি একটানা ৮ ঘন্টা ব্যবহার করেন। তাহলে এই LG এসির ৮০ শতাংশ এনার্জি কনজিউম অপশনে প্রথম এক ঘণ্টায় ৭০০ ওয়াট মতো বিদুৎ খরচ হবে। এরপরে ৪ ঘন্টা ৫০০ ওয়াট, আর পরের ৩ ঘন্টা ২০০ ওয়াটের মত বিদ্যুৎ খরচ করবে।

আরও পড়ুন: RBI: এখন ১০ টাকার নোট কেন থাকে ছেঁড়া-ফাঁটা? আসল কারণ চমকে দেবে

তবে এটা পুরোটাই বাইরের তাপমাত্রার উপরে নির্ভর করে থাকবে। অর্থাৎ হিসেব বলছে ৮ ঘন্টা চলার পর একটি দেড় টনের এই এসির খরচ হবে ৩.৩ থেকে ৪ ইউনিট। এই হিসেব লেটেস্ট টেকনোলজির এসির নিরিখে দেওয়া হয়েছে। পুরনো এসির ক্ষেত্রে ২০০০ থেকে ২৫০০ ওয়াট বিদ্যুৎ খরচ করতে পারে। তাই পুরনো এসির ক্ষেত্রে বিদ্যুৎ খরচ অনেক বেশি হবে। সেক্ষেত্রে ৮ ঘন্টা রোজ যদি পুরনো এসি চালানো হয় তাহলে খরচ প্রায় ২০ ইউনিট গিয়ে দাঁড়াবে।