পার্থ মান্নাঃ বছর শেষে পুরোনো ফোন পাল্টানোর কথা ভাবছেন? দমদার পারফর্মেন্স, ভালো ক্যামেরা ও ব্যাটারি ব্যাকআপ হবে আর দামটাও হবে সাধ্যের মধ্যে। আপনি যদি এমনই একটা স্মার্টফোনের খোঁজ করেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনারই জন্য। মিড বাজেটের মধ্যেই ফিচার্স ভরা Oneplus এর এই ফোনটি বাজেটের মধ্যে সুপারহিট বলা যেতেই পারে।
সস্তায় মিলছে One Plus Nord CE4 Lite
লঞ্চের সময় প্রায় ২১,০০০ টাকা দাম থাকলেও বর্তমানে ৩০০০ টাকা ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে One Plus এর Nord CE4 Lite 5G স্মার্টফোন। তবে এখানেই শেষ নয়, সাথে কার্ড ডিসকাউন্ট যোগ করলে আরও কমে যেতে পারে দাম। এতো গেল দামের কথা ফিচার্স থাকছে কি? চলুন দেখে নেওয়া যাক।
One Plus Nord CE 4 Lite এর ফিচার্স
One Plus এর এই ফোনটিতে সবার প্রথমেই নজর কাড়বে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। সাথে ২১০০ নিটসের ব্রাইটনেস। থাকছে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সাথে অ্যান্ড্রোয়েড ১৪ এর উপর বেশ করে তৈরী OxygenOS 14, যেটা স্মার্টফোন ব্যবহারের অনুভূতি আরও স্পেশাল করে তোলে। একইসাথে 5G সাপোর্ট থাকার দরুন হাইস্পীড ইন্টারনেটও ব্যবহার করা যাবে।
ক্যামেরা
ফোনটিতে ইলেক্ট্রনিক স্টেবিলাইজেশন যুক্ত ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে। পিছনে ৫০ মেগা পিক্সেলের মেন ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের ডেপ্ত সেন্সর ক্যামেরা থাকছে। আর সামনে একেবারে নিখুঁত সেলফি তোলার জন্য EIS যুক্ত ১৬ মেগা পিক্সেলের ক্যামেরা থাকছে। সুতরাং আপনি যদি ছবি বা ভিডিও তুলতে বেশি পছন্দ করেন তাহলে এই ফোনটি আপনার পারফেক্ট হতে পারে।
ব্যাটারি ও স্টোরেজ
ফোনটিতে 5500mAh এর বড় ব্যাটারি থাকছে যেটা সারাদিন ব্যাকআপের জন্য যথেষ্ট। আর যদি চার্জ ফুরিয়েও যায় তাহলেও চিন্তা নেই। কারণ ৮০ ওয়াটের সুপারফাস্ট চার্জার দিয়ে মাত্র ২০ মিনিটেই ৫০% পর্যন্ত ফুলচার্জ হয়ে যেতে পারে One Plus Nord CE 4 Lite 5G।
স্টোরেজ এর জন্য আপনার কাছে দুটি অপশন থাকছে। একটি 8gb Ram ও 128gb স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে ও আরেকটি 8gb Ram ও 256gb স্টোরেজের ভেরিয়েন্ট রয়েছে। তবে স্টোরেজ বেশি পেতে গেলে কিছু টাকা অতিরিক্ত খরচ করতে হবে।