6 Pay Commision State Government Employee General Provident Fund Rules changed

বদলাচ্ছে প্রভিডেন্ট ফান্ডের নিয়ম, বিজ্ঞপ্তি জারি করে কর্মীদের উদ্দেশ্যে ঘোষণা রাজ্য সরকারের

নিউজশর্ট ডেস্কঃ জুন মাসে লোকসভা ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই একেরপর এক ঘোষণা আসছে রাজ্য সরকারের (Government of West Bengal)। নতুন প্রকল্প থেকে বর্তমান প্রকল্পের টাকা বৃদ্ধি, ডিএ বৃদ্ধি থেকে মাইনে বাড়ার ঘোষণাও হয়েছে। রাজ্য সরকারের কর্মীদের DA দশ শতাংশ বেড়ে ১৪% হয়ে গিয়েছে। হোমগার্ডদের মাইনে বাড়ানোর কথা ঘোষণা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য প্রকল্পেও বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। তবে এবার GPF নিয়ে সুখবর মিলল কর্মীদের জন্য।

রাজ্য সরকারি কর্মীদর জন্য বড় ঘোষণা 

জুন মাসেই রাজ্যের কর্মীদের GPF এর সুদের হার নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল পশ্চিমবঙ্গের অর্থ দফতরের তরফ থেকে। রাইটস বিল্ডিঙের বিল্ডিংয়ের ১৪ই জুনের সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো ছিল যে জুন মাস অবধি ৭.১% হারে ত্রৈমাসিক সুদ পাওয়া যাবে। তবে এবার আরও বড় আপডেট রইল সমস্ত রাজ্য সরকারের কর্মীদের উদ্দেশ্যে।

রাজ্যের প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, এখন থেকে জেনারেল প্রভিডেন্ট ডান্ডার বাৎসরিক রিপোর্ট অনলাইনেই দেখানো যাবে। এতে করে আদতে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের পিএজি অফিসের ওয়েবসাইটে গিয়ে নিজেদের GPF স্টেটমেন্ট দেখতেও পারবেনম চাইলে ডাউনলোড করেও নিতে পারবেন।

Government Employee

পাল্টে যাচ্ছে GPF স্টেটমেন্ট পাওয়ার নিয়ম!

সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে কতটাকা রাখা হচ্ছে, কত আছে যায় কত সুদ মিলছে তার সবটাই স্টেটমেন্ট হিসাবে রেকর্ড হয়। প্রতিবছর অগাস্ট মাসে এই GPF এর রিপোর্ট পেয়ে যান কর্মীরা। তবে এবার সেই নিয়ম বদলাচ্ছে। আর হাতে নয় এবার সোজা অনলাইনেই দেখতে পাওয়া যাবে স্টেটমেন্ট। এতে যেমন কাগজ বাঁচবে তেমনি কিছুটা সময় ও বাঁচবে, আর কর্মীরাও নিজেদের সুবিধামত যখন খুশি অ্যাকাউন্টার যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।

আরও পড়ুনঃ চওড়া কপাল রাজ্য সরকারি কর্মীদের! স্বাস্থ্য প্রকল্পে বিরাট ঘোষণা মমতার, বাঁচবে অনেক টাকা

কিভাবে পাবেন বার্ষিক GPF স্টেটমেন্ট?

তবে অনলাইনে GPF স্টেটমেন্ট দেখতে গেলে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন থাকতে হবে। অর্থাৎ যারা নির্দিষ্ট ফর্মে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে নথিভুক্ত করেছেন তারা নিজেদের কোড দিয়ে স্টেটমেন্ট দেখতে পারবেন। যাঁরা এখনও এই রেজিস্ট্রেশন করেননি তারা ফর্ম ফিলাপ করে নাম নথিভুক্ত করে নিতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের তরফ থেকে।

অবশ্য সুখবরের এখানেই শেষ নয়! রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের GPF এর টাকা এবার অনলাইনের মাধ্যমেই সোজা তাদের নির্দিষ্ট স্যালারি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রভিডেন্ট ফান্ড থেকে লং নিলে সেটা পেতে বেশ ঝামেলা হত। কিন্তু এবার সমস্ত পক্রিয়া অনলাইন হয়ে যাওয়ায় সেই সমস্যা আর থাকবে না বলে মনে করা হচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X