বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, আজ দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় তোলপাড় করবে বৃষ্টি!

নিউজশর্ট ডেস্কঃ ভ্যাপসা গরম থেকে সাময়িক হলেও স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। গত দু’দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের ঘূনাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। যার প্রভাব রাজ্যের সেরকম ভাবে পড়বে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর(Alipore Weather Office)।

হাওয়া অফিস বলেছে, কলকাতা এবং দক্ষিণের(South Bengal) জেলাগুলোতে বৃষ্টি কিছুটা কমবে। আজকে আবহাওয়ার রিপোর্ট অনুসারে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আজকে তাপমাত্রার পরিমাণ কিছুটা হলেও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। এছাড়া উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ  কিছুটা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Papiya Paul

X