ফিল্মি কেরিয়ার (Filmy Carrier) মানেই কখনো উত্থান কখনো পতন। এযাবৎ ভারতীয় চলচ্চিত্র (Indian Cinema) ইতিহাসে এমন অনেক তারকাই আছেন যারা দারুন আড়ম্বরের সাথে কেরিয়ার শুরু করলেও সময়ের সাথে সাথে অচিরেই হারিয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি থেকে। বলিউড থেকে বহু দূরে গিয়ে নতুন করে শুরু করেছে জীবন। আজ এই প্রতিবেদনে এমনই ৭ জন তারকার কথা বলবো যারা একাধিক সুপারহিট (Superhit) ছবি (Cinema) উপহার দিলেও বর্তমানে সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করছেন।
অভিষেক বচ্চন : বলিউডের শাহেনশাহর ছেলে অভিষেক বচ্চন খুব বেশি ছবি করেননি। যে কয়টিতে অভিনয় করেছেন তাতেও বিশেষ কিছু করতে পারেননি তিন। এখনও পর্যন্ত ২৫টি ফ্লপ ছবিতে কাজ করেছেন।
জ্যাকি ভাগনানি : জেনে অবাক হবেন যে বলিউড অভিনেতা জ্যাকি ভাগনানি ১০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন যার প্রায় সব ছবিই ফ্লপ।
সুনীল শেঠি : বলিউডের খ্যাতানামা অভিনেতা সুনীল শেঠিকে খুবই শক্তিশালী অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। এই তারকার কিছু ছবি খুব ভালো করেছে কিন্তু কিছু ছবি ফ্লপ হয়েছে।
তুষার কাপুর : স্টারকিড হলেই যে সুপারস্টার হওয়া যায়না তার প্রমাণ তুষার কাপুর। সমস্ত সুযোগ পাওয়া সত্ত্বেও বিশেষ কিছু করতে পারেননি তিনি। তার বেশিরভাগ ছবিই ফ্লপের খাতায়।
নীল নিতিন মুকেশ : বলিউড অভিনেতা নীল নিতিন মুকেশকে হ্যান্ডসাম হাঙ্ক বলা হলেও তার ছবিগুলো বেশিরভাগই ফ্লপ।
ফারদিন খান : প্রায় ১৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন ফারদিন খান। কিন্তু তার ছবিগুলিও বক্স অফিসে বিশেষ কিছু করতে পারেনি।
ইমরান খান : ইমরান খানের বেশিরভাগ ছবিই বক্স অফিসে ফ্লপ হয়েছে। তার চলচ্চিত্র ক্যারিয়ার বিশেষ কিছু ছিল না।