দেশের সাধারণ মানুষের কাছে অন্যতম আগ্রহের বিষয় হলো বি টাউনের(B-Town) সেলিব্রেটিদের(Celebrity) আড়ম্বরপূর্ণ জীবন। তারা কী করছে, কোথায় যাচ্ছে, এমনকি কী পোশাক পরছে সবকিছুই পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে উৎসুক থাকে জনতা। এমতাবস্থায় কোনও সেলিব্রেটি বিয়ের পিঁড়িতে বসলেন তো কোনো কথাই নেই। তখন সেই জুটির বিয়ের সাজ-পোশাক থেকে শুরু করে সমস্ত কিছুই চলে আসে মিডিয়ার নজরে। আর তাই আজ বি-টাউনের এমনই বর্ষীয়ান তথা খ্যাতনামা তারকার বিয়ের ছবি দেখাবো এই প্রতিবেদনে।
১. অনিল কাপুর
বলিউড ইন্ডাস্ট্রির চির-যুবক অভিনেতা অনিল কাপুর নিজের অনবদ্য অভিনয় এবং তার স্টাইল দিয়ে পাগল করে তুলেছেন সবাইকে। জীবনের পড়ন্ত বেলায় এসেও নিজের গ্ল্যামারে মাত দিতে পারেন যে কোনও তরুণ যুবাকে। জানিয়ে রাখি সেই সময়কার একজন সফল মডেল সুনীতাকে দেখে মন হারিয়েছিলেন এই অভিনেতা। ১৯৮৪ সালে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা।
২. জ্যাকি শ্রফ
বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ এবং আয়েশার জুটি বলিউডের বহুল চর্চিত জুটি গুলির মধ্যে অন্যতম। জ্যাকি যখন প্রথমবার আয়েশাকে দেখেছিলো তখন আয়েশার বয়স ছিলো মাত্র ১৩ বছর। বেশ কিছু বছর প্রেমপর্ব চলার পর সাল ১৯৮৭ তে আয়েশার ২৭ তম জন্মদিনে বিয়ে করেন দুজন।
৩. সানি দেওল
‘ঢাই কিলো কা হাত হ্যায়’ এই ডায়লগ এখনও লোকের মুখে মুখে শুনতে পাওয়া যায়। সানি দেওল বলিউডের পরিচিত মুখ হলেও স্ত্রী পূজা ইন্ডাস্ট্রি থেকে একটু দূরেই থাকেন। জানিয়ে রাখি এই দম্পত্তি মিডিয়া, ক্যামেরা এসব থেকে অনেক দূরে গিয়ে বিয়ে করেছিলো। তাই এদের বিয়ের খুব বেশি ছবি সামনে আসেনা। এটিই তাদের বিয়ের একমাত্র ছবি যা আপনি ইন্টারনেটে পাবেন।
৪. সঞ্জয় দত্ত
বলিউডের মুন্না ভাই অর্থাৎ সঞ্জয় দত্ত মোট তিনটি বিয়ে করেছেন। আজ যে ছবিটি আপনাদের দেখাবো এটি তার প্রথম স্ত্রী রিচা শর্মার সাথে বিয়ের ছবি। সাল ১৯৮৭-এ এই দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
৫. মিঠুন চক্রবর্তী
ইন্ডাস্ট্রির ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালি হল বলিউডের অন্যতম সুখী দম্পতি। মিঠুন ১৯৭৯ সালে যোগিতাকে বিয়ে করেছিলেন।
৬. ঋষি কাপুর
প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কাপুর ১৯৮০ সালে নীতু কাপুরকে বিয়ে করেছিলেন। সেই সময় বলিউডের প্রায় সমস্ত তারকা তাদের বিয়েতে উপস্থিত ছিলো।
৭. অনুপম খের
বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এবং কিরণ খের-এর জুটির কথা কে না জানে না। ১৯৮৫ সালে এই যুগল সাত পাকে বাঁধা পড়েন। জানিয়ে রাখি দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিলো।