বাজেট অল্প কিন্তু মজা প্রচুর, শীতে ঘুরে আসুন এই ৭ টি মনোরম জায়গায়, খুশিতে ভরে যাবে মন

নিউজশর্ট ডেস্কঃ বাঙালির সারা বছরই পায়ের তলায় সর্ষে। একটু-আধটু  ছুটি পেলেই কাজের ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন সকলেই। রোজকার ইঁদুর দৌড়ের ব্যস্ততা থেকে মুক্তি মিলতেই প্রকৃতির কোলে সঁপে দেন নিজেকে। পুজো যেতেই হিমেল হাওয়া ইতিমধ্যেই জানান দিচ্ছে শীত আসছে! দুর্গা পুজোর পরেই বছর ভর নানা ধরনের উৎসবে মেতে থাকেন আপামর বাঙালি। উৎসব উপলক্ষে হাতে  ছুটিছাটাও থাকে বেশ কয়েকটা।

তাই এই শীতের মরসুমে যদি ঘুরতে(Travel) যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এখন থেকেই প্ল্যানিং করে ফেলতে হবে। পাহাড়-সমুদ্র কিংবা জঙ্গল যে কোনো ক্ষেত্রেই ‘অফবিট’ই  এখন বাঙালির পছন্দের ডেস্টিনেশন। তাই দীঘা,পুরী কিংবা দার্জিলিং নয় এই শীতের ছুটিতে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে আপনি ঘুরতে যেতে পারেন এই চমৎকার জায়গা গুলিতে। আজকের প্রতিবেদনে থাকলো শীতের মরসুমে ঘুরতে যাওয়ার জন্য সেরা ৭ টি পর্যটন কেন্দ্রের(Tourist Spot) তালিকা।

কচ্ছের রণ: প্রত্যেক শীতের মরশুমে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে রণ উৎসবের আয়োজন করা হয় গুজরাটে। এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় খাবার,হস্তশিল্প, কিংবা মরুভূমি সাফারির মতো জিনিসগুলি গুজরাটের নিজস্ব ঐতিহ্যকে  তুলে ধরে। এছাড়াও হট এয়ার বেলুন রাইড নিয়ে কচ্ছের সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থাও থাকে।

ভরতপুর: পাখিপ্রেমীদের জন্য  শীতের মরশুমে সেরা ডেস্টিনেশন হল ভরতপুর। পাখির ছবি তোলার শখ থাকলেও এটাই   একেবারে আদর্শ জায়গা। ভরতপুর গেলে ৩৭০ টিরও বেশি প্রজাতির পাখির দেখা মিলবে।

লাক্ষাদ্বীপ: ভ্রমণপিপাসুদের জন্য এই ঘুরতে যাওয়ার জায়গা হতেই পারে লাক্ষাদ্বীপ। এখানকার নীরিবিলি প্রাকৃতি সৌন্দর্যের টানে প্রত্যেক বছরই  ঘুরতে আসেন প্রচুর মানুষ। কেন্দ্রশাসিত এই রাজ্যের জনসংখ্যাও বেশ কম থাকে।

অমৃতসর: ঘুরতে যাওয়ার বাকেট লিস্টে রাখতে পারেন স্বর্ণ মন্দির। পাঞ্জাবের অমৃতসরের এই স্বর্ণ মন্দির পৃথিবী বিখ্যাত। এই শীতে স্বর্ণ মন্দিরই হতে পারে আপনার মন ভালো করার জায়গা।

শান্তিনিকেতন: বাংলার শিল্প সংস্কৃতির অন্যতম পীঠস্থান হল  শান্তিনিকেতন। যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় জায়গা করে নিয়েছে। ‘লাল মাটির দেশ’ বীরভূমের শান্তিনিকেতনের নাম দেশ-বিদেশের সকলের কাছেই সমাদৃত। এই শীতের পরবে আপনিও ঘুরে আসতে পারেন কবিগুরুর দেশ থেকে।

7 femous travel destination for this winter season

শিলং: ভারতের আসামে অবস্থিত শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়। বছর বছর এখানে বেড়েই চলেছে পর্যটকদের সংখ্যা।  পাহাড়,নদী আর ঝরনায় ঘেরা এখানকার প্রাকৃতির সামনে গিয়ে একবার দাঁড়ালেই মন ভালো হয়ে যায় সকলেরই।

গোয়া:  বিশাল সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালেই যেন নিমেষে দূর হয়ে যায় অফিসের সমস্ত কাজের চাপ আর একঘেয়ে জীবনের ক্লান্তি।  এক্ষেত্রে গোয়াই হতে পারে পছন্দের ডেস্টিনেশন। গোয়ার সমুদ্রের ধার বিচ পার্টি করার জন্য একেবারে আদর্শ।

Avatar

anita

X