Vande Bharat

anita

Vande Bharat: রাজধানী অতীত! এবার ঝড় তুলবে বন্দেভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন, মিলবে এই ৭ সুবিধা

নিউজ শর্ট ডেস্ক: রাজধানী এক্সপ্রেসকে (Rajdhani Express) টেক্কা দিয়েই আগামী দিনে ভারতের বুকে দাপিয়ে বেড়াবে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেন (Vande Bharat Express Sleeper)। গত মাসেই স্লিপার কোচের (Sleeper Coach) বডি স্ট্রাকচার লঞ্চ করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা যাচ্ছে, ভারতীয় রেলের অধীনে আগামীদিন মোট ৭টি বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে।

   

অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন এই স্লিপার কোচ রাজধানী এক্সপ্রেসের তুলনায় আরও উন্নতমানের হতে চলেছে। থাকবে একটি এসি ফার্স্ট কোচ, ৪টি এসি ২-টায়ার কোচ এবং ১১টি এসি ৩-টায়ার কোচ। যাত্রীদের সুবিধার জন্য এই ট্রেনটি ৭টি অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন হতে চলেছে । আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

ডিজাইন: 

বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের সামনে থাকবে ফ্যাসিয়া ডিজাইন। যার বাইরের ভাগ মসৃণ থাকবে। জানা যাচ্ছে এই নকশাটি নেওয়া হয়েছে ঈগলের পরাক্রম থেকে।

ভারতীয় রেল,Indian Railways,বন্দেভারত,Vande Bharat,বন্দেভারত এক্সপ্রেস স্লিপার,Vande Bharat Express Sleeper,রাজধানী,Rajdhani,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

রঙ: 

BEML-এর তৈরী এই ট্রেনের ভেতরের নকশাও হবে দুর্দান্ত। ট্রেনের ভিতরের রঙ হবে ক্রিম, হলুদ এবং কাঠের রঙের টোন। এককথায় এই রঙ চোখকে দেবে আরাম।

আরও পড়ুন: এবার মেট্রো সফর হবে আরো মজাদার, ছোটদের পাশাপাশি বড়রাও আনন্দে লাফাবেন

যাত্রী স্বাচ্ছন্দ্যতা:

রেল যাত্রীদের সফর আরও বেশি আরামদায়ক করে তুলতে প্রতিটি বার্থেই থাকবে অতিরিক্ত কুশন। উপর এবং মাঝের বার্থে সহজে ওঠা-নাম করার জন্য দেওয়া হবে ডিজাইন করা সিঁড়ি।

সেন্সর ভিত্তিক আলো

এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে প্রতিটি বার্থেই নিজস্ব সেন্সর ভিত্তিক আলো দেওয়া হবে। এছাড়াও রাত্রিবেলা চলাচলের সুবিধার জন্য ফ্লোর স্ট্রিপের ব্যবস্থা থাকবে।

ভারতীয় রেল,Indian Railways,বন্দেভারত,Vande Bharat,বন্দেভারত এক্সপ্রেস স্লিপার,Vande Bharat Express Sleeper,রাজধানী,Rajdhani,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

উন্নত বাথরুম

এই ট্রেনের যাত্রীদের জন্য অত্যন্ত উন্নতমানের বাথরুমের ব্যবস্থা করা হবে। এই বাথরুম গুলিতে মূলত অর্গোনমিক্যালি ডিজাইন, গন্ধ মুক্ত সিস্টেমের ব্যবস্থা করা হবে। সেইসাথে থাকবে বিমানের মতো মডুলার ফিটিং সহ বায়ো ভ্যাকুয়াম টয়লেটের ব্যবস্থা। শুধু তাই নয় এসি ফার্স্ট কোচের যাত্রীদের বাথরুমে থাকবে গরম জলের ব্যবস্থা। এছাড়া জলের ছিটা রোধ করার জন্য হাত ধোয়ার বেসিনে থাকবে উন্নত প্রযুক্তির ডিজাইন।

ঝাঁকুনি মুক্ত রাইড

তুলনামূলক ভাবে বন্দে ভারত স্লিপার রাজধানী এক্সপ্রেসের থেকে অনেক বেশি আরামদায়ক। এই কোচগুলিতে থাকবে উচ্চমানের কিছু ইঞ্জিনিয়ারিং বৈশিষ্ট্য। যার ফলে  ঘন্টায় ১৬০ কিলোমিটার গতি থাকলেও কোনো ঝাঁকুনি, শব্দ বা কম্পন কোনো কিছুই  বোঝা যাবে না।

নিরিবিলি ভ্রমণ

আসন্ন বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিবেশ হবে অত্যন্ত নিরিবিলি। এই ট্রেনে থাকবে আন্তঃযোগাযোগ দরজা। ট্রেনের কেবিনগুলিও সম্পূর্ণ শব্দ মুক্ত হবে। অপরদিকে বিশেষভাবে অক্ষম যাত্রীদের জন্য-ও এই ট্রেনে বিশেষ বার্থের ব্যবস্থা থাকবে। পাশাপাশি স্বয়ংক্রিয় বহির্মুখী যাত্রীর দরজা থাকবে এই ট্রেনে।