নিউজশর্ট ডেস্কঃ মেট্রো পরিষেবা চালু হওয়ার পর নিত্যযাত্রীদের যাতায়াতের পথ অনেক সুগম হয়েছে। সবথেকে আগে মেট্রো পরিষেবা চালু হয়েছিল কলকাতাতে। এরপর ধীরে ধীরে ভারতের অন্যান্য দেশে মেট্রো পরিষেবা পৌঁছে গিয়েছে। তবুও সাধারণ মানুষের মধ্যে কলকাতা মেট্রো পরিষেবা নিয়ে কৌতূহল কাজ করে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো(Kolkata Metro) ইদানিং একাধিক পরিষেবার নিয়ে এসেছে।
এমনকি কলকাতা মেট্রোতে এমন কিছু পরিষেবা রয়েছে। যা অন্যান্য শহরের মেট্রোতে নেই। যেমন কলকাতাতেই প্রথম চালু হয়েছে আন্ডারওয়াটার মেট্রো। ভারতের আর অন্য কোথাও এই আন্ডারওয়াটার মেট্রো চালু হয়নি। তেমনি আরো একটি নতুন পরিষেবা কলকাতা মেট্রোতে চালু করা হয়েছে। কি সেই পরিষেবা?
এবার কলকাতায় বিনোদনমূলক মেট্রো পরিষেবা চালু হচ্ছে। এর ফলে যাত্রীরা আরো আনন্দের সঙ্গে মেট্রো সফর করতে পারবে। বিশেষ করে ছোট্ট শিশুরা এই নতুন পরিসেবায় সবথেকে বেশি খুশি হবে। বর্তমানে বিভিন্ন লোকাল ট্রেন থেকে শুরু করে মেট্রোতে ও টিভি চালানোর বন্দোবস্ত করা হয়েছে। যেখানে সচেতনমূলক প্রচার চালানোর পাশাপাশি বিজ্ঞাপন ও বিনোদনের জন্য বেশ কিছু বিনোদনমূলক অনুষ্ঠান চালু হয়।