Indian Film

Moumita

পন্নিইন সেলভান থেকে আদিপুরুষ, রইল ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল ৭ টি সিনেমার তালিকা

সিনেমার বাজার বলা হয় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে (Indian Film)। প্রতি বছর প্রায় ৩ হাজার ছবি রিলিজ হয় এখানে। আর OTT আসার পর থেকে তো এই সংখ্যা আরো বেড়ে গেছে। আর তার সাথে বেড়েছে ছবির খরচও‌। আজকের প্রতিবেদনে এমনই কিছু ছবির কথা জানাবো যাদের বাজেট (Budget) শুনলে চোখ কপালে উঠবেই‌।

   

১) পন্নিইন সেলভান : লাইকা প্রোডাকশন এবং মাদ্রাজ টকিজ দ্বারা প্রযোজিত ‘পন্নিইন সেলভন’ ছবিটি তৈরি করেছেন মণি রত্নম। ঐশ্বরিয়া রাই বচ্চন, কার্তি, শোভিতা ধুলিপালা, ঐশ্বর্য লক্ষ্মী, জয়ম রবি, ত্রিশা এবং বিক্রম প্রভু অভিনীত এই ছবিটির বাজেট প্রায় ৫০০ কোটি টাকা।

বলিউড,টলিউড,বিনোদন,বিগ বাজেট,পন্নিইন সেলভান,আদিপুরুষ,আর আর আর,সম্রাট পৃথ্বীরাজ,Bollywood,Entertainment,Tollywood,Big Budget,Ponniyin Selvan,Adipurush,RRR,Samrat Prithviraj

২) 2.0 : ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি হল ‘২.০’। রজনীকান্ত, অক্ষয় কুমারের মত মেগাস্টার অভিনীত এই ছবির বাজেট ছিল প্রায় ৫৭০ কোটি টাকা।

বলিউড,টলিউড,বিনোদন,বিগ বাজেট,পন্নিইন সেলভান,আদিপুরুষ,আর আর আর,সম্রাট পৃথ্বীরাজ,Bollywood,Entertainment,Tollywood,Big Budget,Ponniyin Selvan,Adipurush,RRR,Samrat Prithviraj

৩) আদিপুরুষ : বহু বিতর্কে জর্জরিত ছবি ‘আদিপুরুষ’র খরচও নেহাত কম নয়। প্রভাস, কৃতি স্যানন এবং সাইফ আলি খান অভিনীত এই ছবির বাজেটও প্রায় ৫০০ কোটি পার করেছে।

৪) RRR : পিরিয়ড ড্রামা RRR তৈরি করতে প্রায় ৪০০ কোটি টাকা খরচ করেছেন এসএস রাজামৌলি। উল্লেখযোগ্যভাবে, বাহুবলীর মতো একটি সুপার ডুপার ছবি রাজামৌলিকে ভারতীয় সিনেমা জগতে একটি আলাদা পরিচয় দিয়েছে।

বলিউড,টলিউড,বিনোদন,বিগ বাজেট,পন্নিইন সেলভান,আদিপুরুষ,আর আর আর,সম্রাট পৃথ্বীরাজ,Bollywood,Entertainment,Tollywood,Big Budget,Ponniyin Selvan,Adipurush,RRR,Samrat Prithviraj

৫) সাহো : এই তালিকায় রয়েছে প্রভাসের আরেকটি ছবি সাহোও। সুজিত প্রযোজিত এই ছবির বাজেট ছিল ৩৫০ কোটি টাকা। এর গল্প মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে। যদিও বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি ছবিটি।

৬) রাধে শ্যাম : গল্পটি সত্তরের দশকের সময়কার একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী রোমান্টিক নাটক। এই ছবির বাজেট ছিল প্রায় ৩৫০ কোটি টাকা।

৭) সম্রাট পৃথ্বীরাজ : আরো একটি ঐতিহাসিক উপন্যাস ছিল ‘সম্রাট পৃথ্বীরাজ’। ছবিতে খরচ করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি নির্মাতারা। যদিও আশানুরূপ ফল তো দূর রীতিমত ডিজাস্টারের খাতায় নাম লিখিয়েছে এই ছবি। ছবির বাজেট ছিল প্রায় ৩০০ কোটি টাকা।