রোহিত শেঠি পরিচালিত সর্বশেষ কমেডি ছবি ‘সার্কাস’। গত বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও, বক্স অফিসে রীতিমত মুখ থুবড়ে পড়েছে রণবীর সিং-র সার্কাস। তারপর থেকেই হাস্যরস নিতে অনেকে ফিরে যাচ্ছেন নব্বই দশকের নস্টালজিয়ায়। এমতাবস্থায় আমরা এনেছি এমন কিছু কালজয়ী ছবির তালিকা যা আপনাকে হাসতে বাধ্য করবেই।
১. হেরা ফেরি (২০০০) : সিনে দুনিয়ার অন্যতম অভিজ্ঞ পরিচালক ছিলেন প্রিয়দর্শন। তার হাতে নাকি সোনা ফলত। আর ‘হেরা ফেরি’ তার জলজ্ব্যান্ত উদাহরণ। আজও এটিকে একটি কাল্ট ক্লাসিক হিসেবে বিবেচনা করা হয়। ‘হেরা ফেরি’ ছবির হাত ধরেই কমেডি ঘরানায় খ্যাতি অর্জন করেন অক্ষয় কুমার।
২ ফির হেরা ফেরি (২০০৬) : নীরজ ভোরা পরিচালিত এই ছবিটিও দূর্দান্ত। বর্তমান দিনে মিম কমিউনিটির কাছে খুবই জনপ্রিয় এই ছবিটি। ‘ফির হেরা ফেরি’র নানা দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ায় মিম টেমপ্লেট হিসেবে দেখতে পাই। ছবিটি না দেখে থাকলে আজই দেখে ফেলুন।
৩. ঢোল (২০০৭) : ‘ঢোল’ পরিচালনা করেছেন প্রিয়দর্শন। মূলত চারজন হেরে যাওয়া মানুষকে কেন্দ্র করে ছবির গল্প। ছবিতে রাজপাল যাদবের ভূমিকা সত্যিই দেখার মত। কারণ ‘ঢোল’ ছবির কমেডির বেশিরভাগই তার কাঁধেই রয়েছে।
৪. ওয়েলকাম (২০০৭) : আনিশ বাজমি পরিচালিত এই ছবিটি আরেকটি কাল্ট ক্লাসিক। বহু মিম টেমপ্লেটে দেখা যায় ‘ওয়েলকাম’ ছবির দৃশ্য। ফিরোজ খান, নানা পাটেকার, ক্যাটরিনা কাইফ, পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি অবশ্যই মাস্ট ওয়াচ লিস্টে আসবে।
৫. গোলমাল (২০০৬) : রোহিত শেঠি পরিচালিত এই ছবির আলাদাই ফ্যানবেস রয়েছে। ছবির সাফল্য দেখে রোহিত শেঠি আরো ৩ টি সিক্যুয়েল রিলিজ করে। আর বলাই বাহুল্য যে, প্রত্যেকটিই এক একটি মাস্টারপিস।
৬. দে দেনা দেন (২০০৯) : আপনি যদি কমেডি ঘরানার ভক্ত হয়ে থাকেন তাহলে এই আইকনিক ছবিটি তো অবশ্যই দেখুন। মানুষের কনফিউশন কিভাবে তান্ডব শুরু করতে পারে তার জলজ্ব্যান্ত প্রমাণ এই ছবিটি।
৭. ভাগম ভাগ (২০০৬) : ‘ভাগম ভাগ’ মূলত একটি কমেডি-থ্রিলার ঘরানার ছবি। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, লারা দত্ত, গোবিন্দ এবং পরেশ রাওয়াল। খুন এবং কমেডির অদ্ভুত মেলবন্ধন দেখতে পাবেন এই ছবিতে।