70 Year Old Citizens will be added in Ayushman Bharat Scheme to avail free medical insurance upto Rs 5 lakh

দেশের ১০ কোটিরও বেশি প্রবীণদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার, বড় ঘোষণা কেন্দ্রের

নিউজশর্ট ডেস্কঃ দেশের দরিদ্র মানুষদের চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল আয়ুষ্মান ভারত স্কিম। যার দৌলতে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎকসা বীমা প্রদান করা হয়। এবার সেই প্রকল্প নিয়েই বড় ঘোষণা করল ভারত সরকার। দেশের ৭০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিকেরও এবার থেকে আয়ুষ্মান ভারতেরর অন্তর্গত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন।

প্রবীণদের জন্য বড় ঘোষণা আয়ুষ্মান ভারত প্রকল্পে (AB PM-JAY)

ইতিমধ্যেই ভারতের ১২.৩৪ কোটি পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে এতদিন পাবলিক হেলথ স্কিমের আওতায় আসতে গেলে পারিবারিক আয়ের একটা নির্দিষ্ট পরিমাণ ছিল। কিন্তু এবার ৭০ বছরের প্রবীণদের ক্ষেত্রে সকলের জন্যই এই পরিষেবা পাওয়া যাবে। এমনকি যাদের পরিবারের নাম এই স্কিমে আছে তাদের ফ্যামিলিতে ৭০ বছর বা তার বেশি বয়সের কেউ থাকলে ৫ লক্ষ টাকার অতিরিক্ত কভারেজ জুড়ে দেওয়া হবে।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অস্বীনি বৈষ্ণব জানান, সকারের এই সিদ্ধান্তের ফলে নতুন করে ৪.৫ কোটি প্রবীণ নাগরিক স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন। যার ফলে কোনো কারণে অসুস্থ হয়ে গেলে ৫ লক্ষ টাকার পর্যন্ত চিকিৎসার খরচ সরকার বহন করবে। এক্ষেত্রে পরিবারে যদি একাধিক ৭০ ঊর্ধ্ব ব্যক্তি থাকেন তাহলে তাদের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে কভারেজের অঙ্কটা।

সরকারি কর্মচারীদের জন্যও লাগু হবে আয়ুষ্মান ভারত?

সরকারি কর্মচারীদের আলাদা করে স্বাস্থ্য বীমার সুবিধা প্রদান করা হয়। এক্ষেত্রে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা এক্স সার্ভিসমান যদি যদি এই প্রকল্পের আওতায় আস্তে চান তাহলে দুটির মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে।

প্রাইভেট স্বাস্থ্যবীমার সাথেও করা যাবে আয়ুষ্মান কার্ড

তবে যারা ইএসআই বা প্রাইভেট কোম্পানির স্বাস্থ্যবীমা করিয়ে রেখেছেন তারা কোনো অসুবিধা ছাড়াই আয়ুষ্মান ভারত স্কীমে নাম নথিভুক্ত করতে পারবেন। নতুন করে যে সমস্ত মানুষদের সুবিধা দেওয়া হবে তার জন্য সরকারের ৩৪৩৭ কোটি টাকার অতিরিক্ত খরচ হবে বলে মনে করা হচ্ছে। যার ৪০% দেবে রাজ্য সরকার বাকি দেবে কেন্দ্র। অবশ্য পাহাড়ি রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকেই ৯০% খরচ বহন করা হবে।

আরও পড়ুনঃ পুজোর মুখে সুখবর! কেন্দ্র GST কমাতেই বাঁচবে ওষুধের হাজার হাজার টাকা, ধন্য ধন্য করছে জনতা

কিভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করবেন?

এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যায় না। তাই আপনি যদি প্রথমবার আবেদন করতে চান তাহলে আপনাকে নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র বা CSC তে যেতে হবে। সেখান থেকে আবেদন করা যেতে। এছাড়া জেলা স্বাস্থ্য দফতর থেকেও আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করা যেতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X