পার্থ মান্নাঃ গতসপ্তাহে দীপাবলির ছুটি থাকার জন্য অনেকটা দেরিতে এলেও এবার একেবারে অন টাইমে প্রকাশ্যে এল নতুন টার্গেট রেটিং পয়েন্টের তালিকা। আসলে এই টিআরপির উপরেই সিরিয়ালের ভবিষ্যৎ নির্ভর করে। এসপ্তাহে একঝাঁক মেগার ভিড়ে কে বা কারা হল বেঙ্গল টপার? আর কারাই বা ছিটকে গেল সেরা দশের তালিকা থেকে! চলুন দেখে নেওয়া যাক।
প্রকাশ্যে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা
এসপ্তাহে টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে বাংলার সেরা হয়ে গিয়েছে জি বাংলার ফুলকি। ৭.২ পয়েন্ট পেয়ে ফুলকি হয়ে গেছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের বেঙ্গল টপার। অবশ্য খুব একটা পিছিয়ে নেই ষ্টার জলসার দুই মেগা কথা ও গীতা LLB। সামান্য কিছু পয়েন্টের ব্যবধানে ৭.১ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দুজনেই আর এর পরে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার সৃজন-পর্ণা জুটি। হ্যাঁ ঠিকই ধরেছেন ৬.৭ পয়েন্ট সহ তৃতীয় স্থানে আছে নিম ফুলের মধু। সম্প্রতি এই সিরিয়াল নিয়ে নেটপাড়ায় আলোচনা তুঙ্গে। কারণ টিআরপি ভালো থাকলেও নতুন মেগাকে জায়গা করে দিতে টাইম স্লট বদলে যাচ্ছে এই মেগার।
এদিকে চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী, এসপ্তাহে জ্যাস সন্ন্যালের ঝুলিতে এসেছে ৬.৫ পয়েন্ট। এরপর অল্পের জন্য পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এসপ্তাহে শ্বেতা ও রণজয়ের সিরিয়ালের টিআরপি ৬.৩। তাহলে বাকি ৫ জন কারা? চলুন দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা দশ মেগা সহ তাদের প্রাপ্ত নম্বর।
সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)
ফুলকি – ৭.২
কথা, গীতা LLB – ৭.১
নিম ফুলের মধু – ৬.৭
জগদ্ধাত্রী – ৬.৫
কোন গোপনে মন ভেসেছে – ৬.৩
উড়ান – ৫.৮
শুভ বিবাহ – ৫.৭
রোশনাই – ৫.৬
রাঙামতি তীরন্দাজ, অনুরাগের ছোঁয়া – ৫.৫
তেঁতুলপাতা – ৫.৪
সপ্তাহে ৫ দিন সিরিয়ালের সম্প্রচার হলেও শনি ও রবিবার বেশ কিছু রিয়েলিটি শো সম্প্রচারিত হয়। গান থেকে নাচের একাধিক শোয়ের আয়োজন হয় জি বাংলা থেকে ষ্টার জলসার পর্দায়। এসপ্তাহে রিয়েলিটি শোয়ের মধ্যে জি বাংলার দিদি নাম্বার ১ সানডে ধামাকা ৫.২ পয়েন্ট ও সারেগামাপা ৫.৫ পয়েন্ট পেয়েছে। এদিকে রবিবারের জলসা পরিবার মাত্র ১.২ পয়েন্ট পেয়েছে।