বেশ কিছুদিন ধরে Dearness Allowance বৃদ্ধির আশায় বুক বেঁধেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। মহার্ঘ্য ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা কি আজই হতে চলেছে? পুজোর আবহে এই নিয়ে জল্পনা তুঙ্গে। আজ বুধবার, সাধারণত এই দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়, আর সেই বৈঠকের পরই ডিএ বৃদ্ধির ঘোষণা আসে। অতীতের রীতি অনুযায়ী, আজকের বৈঠকেও কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মহার্ঘ্য ভাতা বৃদ্ধি: কবে এবং কত শতাংশ?
গত বছর ১৮ অক্টোবর, দুর্গাপুজোর সময়েই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এবারও সেই একই সময়ে ডিএ বৃদ্ধির আশা করা হচ্ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এবার ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হতে পারে। যদি সেটা হয় তাহলে পুজোর পরে পরেই বেশ কিছু অতিরিক্ত টাকা আসবে কর্মচারীদের পকেটে। মূল্যসূচকের ভিত্তিতে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির হিসাব করা হয়, যার প্রভাব সমস্ত রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ওপরও পড়তে পারে।
রাজ্যগুলির অবস্থান এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা
মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণার পরে একাধিক রাজ্য যেমন তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, সরকারি কর্মচারীদের জন্য DA বাড়াতে পারে বলে ধারণা। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে কোনও মহার্ঘ্য ভাতা বৃদ্ধির আশা নেই। পশ্চিমবঙ্গ সরকার এখনও পুজোর আগে কোনও ডিএ বৃদ্ধির ঘোষণা করেনি। রাজ্যের কর্মচারীরা ২০২৪ সালে এপ্রিল থেকে ১৪ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন, যা ষষ্ঠ পে কমিশনের আওতায় দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে এখনও পর্যন্ত পর্শ্চিমবং সরকার ৮ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি করেছে। যার ফলে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আপাতত ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কর্মীরা। তবে নতুন করে কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য DA বৃদ্ধির ঘোষণা এলে কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ্য ভাতার পার্থক্য আবারও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।